আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের তত্ত্বাবধায়ক ভীতি:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংলাপ হবে, তবে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নয়। তত্ত্বাবধায়ক ইস্যু ছাড়া যে কোন বিষয়ে বিরোধী দলের সঙ্গে সংলাপ হতে পারে। তিনি বলেন, অনির্বাচিত কারও হাতে যাতে ক্ষমতা যেতে না পারে সে বিষয়ে অনড় আছেন তিনি। ক্ষমতা যার হাতেই যাক তাকে অবশ্যই নির্বাচিত হতে হবে। বুধবার জেপি প্রেসিডেন্ট আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ মনোভাব প্রকাশ করেন।

জেপির এক শীর্ষ নেতা যুগান্তরকে এ তথ্যের সত্যতা সম্পর্কে নিশ্চিত করেছেন। সূত্র জানায়, দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকসহ বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের বিষয়ে তার ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তবে অনির্বাচিত কারও হাতে আগামি নির্বাচনের দায়িত ছাড়বেন না, তার এ দৃঢ় মনোভাবের কথাও স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি। সূত্র জানায়, সংবিধান মোতাবেক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের বিষয়ে খুব শিগগিরই ঘোষণা আসতে পারে।

এ ক্ষেত্রে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী সরকারের ক্ষমতা শেষ হওয়ার তিন মাস আগেই নির্বাচন করার যে নিয়ম রয়েছে সে মোতাবেক নির্বাচন করার ঘোষণা খুব শিগগিরই আসছে। এ বিষয়ে জেপি প্রেসিডেন্ট আনোয়ার হোসেন মঞ্জু যুগান্তরকে সাক্ষাতের বিষয় স্বীকার করে বলেন, দেশের রাজনৈতিক, অর্থনৈতিকসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলামসহ ৯ সদস্যের প্রতিনিধি দলের অন্যরা উপস্থিত ছিলেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.