আমাদের কথা খুঁজে নিন

   

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই না

আমি নতুন কিছু লিখবো ২৮ ব্যবসায়ী সংগঠনের বিবৃতি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিরোধিতা করলেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। এফবিসিসিআইসহ ২৮টি ব্যবসায়ী সংগঠনের পক্ষে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এ অভিমত ব্যক্ত করেন। বিবৃতিতে তারা বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নয়, স্বাধীন-নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠানই সংবিধানসম্মত ব্যবস্থা। বিবৃতিতে ২৮টি সংগঠনের সভাপতিরা স্বাক্ষর করেন। ব্যবসায়ী নেতারা বলছেন, তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে অন্যান্য দেশের সংসদীয় সরকার পদ্ধতিতে যেভাবে নির্বাচন হয় সেভাবেই জাতীয় নির্বাচন হতে পারে। এ বিষয়ে সবাইকে ঐকমত্যে আসতে হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন এফবিসিসিআই সভাপতি এ কে আজাদ, বিজিএমইএ সভাপতি মো. শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ সভাপতি এ টি এম ওয়াজিউল্ল্যাহ, টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আল আমিন, ওষুধ শিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, রিহ্যাব সভাপতি নসরুল হামিদ এমপি, ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবীর হোসেন, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার, রি-রোলিং মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী, বায়রা সভাপতি মো. আবুল বাশার, প্লাস্টিক সামগ্রী ম্যানুফ্যাকচার অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ, ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী শাহনেওয়াজ, দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুরশেদ মুরাদ ইব্রাহিম, খুলনা চেম্বার সভাপতি কাজী আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি আবদুস সালাম, রাজশাহী চেম্বার সভাপতি জিয়াউল হক টুকু, বরিশাল চেম্বার সভাপতি সাইদুর রহমান রিন্টু, রংপুর চেম্বার সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু, ঢাকা উইমেন চেম্বার সভাপতি নাজ ফারহানা আহমেদ, চট্টগ্রাম উইমেন চেম্বার সভাপতি মনোয়ারা হাকিম আলী, বাংলাদেশ উইমেন চেম্বার সভাপতি সেলিমা আহমেদ, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সভাপতির আবদুর রাজ্জাক, ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মীর নিজামউদ্দিন আহমেদ, ফার্নিচার শিল্প মালিক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামন, করোগেটেড কার্টন অ্যান্ড এক্সেসরিজ ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাফিজ আলম চৌধুরী ও হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফতাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।