আমাদের কথা খুঁজে নিন

   

কোটা তো আর ও আছে ! যত কথা উঠবে মুক্তিযুদ্ধা কোটা নিয়ে ?

দেশের চাকরি ক্ষেত্রে কোটা সিস্টের নিয়ে দেখি অনেকের অনেক চুলকানি আছে। মজা ব্যাপার হইলো সব চুলকানি গিয়া পড়ে মুক্তিযুদ্ধা কোটার ক্ষেত্রে- আচ্ছা মুক্তিযুদ্ধা কে ? কারা মুক্তিযুদ্ধা? কেমনে হইছে মুক্তিযুদ্ধা? মুক্তিযুদ্ধারা কি করছে এই দেশে ? অনেকেই এই প্রশ্নের উত্তর জানেন না বলে ই এই কথা গুলো তুলতেছেন। হিসাব করতে আসে কয় টাকা মুক্তিযুদ্ধা ভাতা বাবদ যাচ্ছে কিন্তু হিসাব হয় না কয় টাকা রাজাকার এর গাড়ির তেল পুড়তেছে । যে মানুষ গুলো নিজের সব চেয়ে মূল্যবান সম্পদ নিজের জীবন এর মায়া ত্যাগ করে দেশ তা কে স্বাধীন করছে সেই মুক্তিযুদ্ধার সন্তানদের জন্য কোটা সিস্টের এর বিরুদ্ধে কত আন্দোলন সংগ্রাম দেখা যাচ্ছে। কোটা তো আর ও আসে ওই সব নিয়ে কথা উঠে না কেন ? সব চুল্কানি ওই এক যায়গাতে এসে থেমে যায় - যে বাবা দেশ স্বাধীন করেছেন তার স্বপ্ন থাকে তার সন্তানতাকে একটা চাকরি - দারিদ্রতার নির্মম কড়াজালে দেখেছি অনেক কে ই না খেয়ে মৃত্যু বরন করতে।

এই সমাজে এখন আর কেও ক্ষুদার জ্বালায় মারা যায় ? আমি দেখেছি এক জন মুক্তিযুদ্ধাকে না খেয়ে মরতে- তিলে তিলে শেষ হয়ে গেছে। এক জন মানুষ নিজের সব কিছু বিসর্জন দিয়ে দেশ টা কে পরাধীনতার হাত থেকে রক্ষা করতে গেলেন। ফিরে এলেন দেশ স্বাধীন করে। কি পেলেন ? কিছু ই না। হয়ত বলবেন এক জন মুক্তিযুদ্ধা কখন ও নিজের জন্য কিংবা ভেবে যুদ্ধে যায় নাই।

হুম আসলে ই ঠিক। ভাবেনাই তো কি হইছে এখন তো স্বাধীন দেশে মুক্তিযুদ্ধা চাইতে ই পারে অনেক কিছু। আমি মনে করি যতটুকু দেয়া হচ্ছে তার থেকে আর ও বেশী করা উচিত ছিলো। এই দেশে মুক্তিযুদ্ধারা কিছু ভেবে করে নাই তার মানে এই না যে দেশ তাকে কিছু ই দিবে না। এক জন মুক্তিযোধার পরিবার এর হাল ধরতেছে তার সন্তান।

আমি আমার চোখের সামনে দেখছি না খেয়ে জীবনের সাথে যুদ্ধ করতে করতে শেষ হয়ে যাওয়া এক মুক্তিযুদ্ধা কে। মৃত্যুর আগে বলে গিয়েছেন যাতে করে তাকে যাতে রাষ্টীয় মর্যাদায় দাফন না করে। বেঁচে থেকে কিছু ই পায় নি তাই মরে গিয়ে ও নিলোনা রাস্টের দেয়া গার্ড অবনার। তুলনা টা অন্য ভাবে আসুক না। - রাজাকার এর গাড়িতে পতাকা উড়তে পারলে স্বাধীন দেশে কেনো এক জন মুক্তিযুদ্ধার পরিবার আর্থিন অনিশ্চয়তা দূর করতে পারবেন না ? কত জন মুক্তিযুদ্ধা কে দুই বেলা পেট ভরে খেতে দিতে পারছেন ? এই দেশে রাজাকার এর গাড়িতে পতাকা উঠলে কথা উঠে না, এই দেশে রাজাকার কোটি টাকার ব্যবসা করলে কথা উঠে না।

এই দেশে কথা উঠে মুক্তিযুদ্ধা পরিবার কে ভাতা দিলে । এই দেশে হিসাব হয় কত টাকা ভাতা দিচ্ছেন তার। হিসাব করতে আসেন মুতিযুদ্ধার পরিবার কি পাইতেছে। বাহ বাহ ভালো তো। যে বাবা দেশ স্বাধীন এর জন্য নিজের জান টা দিতে গিয়েছেন তার সন্তান কি তার পরিবার এর হাল ধরতে পারে না ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.