আমাদের কথা খুঁজে নিন

   

নেপাল ভ্রমণ - বাংলাদেশীদের জন্য তথ্য

আমি অনেক কিছু সাহস করে বলতে চেয় ও বলতে পারি না যখন দেখি আমার পাশের মানুষ গুলো পিছু হটে যায়... যখন দেখি সবাই নিজেকে নিয়ে অনেক বেশি ভাবে,তাই আমি ও কিছু বলতে চাই আমার প্রিয় ব্লগে... সজোরে আওয়াজ তুলতে চাই আমার ভালো লাগা লেখনি দিয়ে ঢাকায় অবস্থিত নেপালি দূতাবাসে বাংলাদেশী ও অন্যান্য দেশের নাগরিকদের নেপালের ভিসা প্রসেসিং সম্পন্ন হয়। এখানে শুধুমাত্র ভিজিট ভিসা দেওয়া হয়। অবস্থান বারিধারা মোড় থেকে কানাডা এ্যাম্বাসির পেছনের রাস্তা দিয়ে ১০০ গজ গিয়ে বাঁয়ে টার্ন নিলেই ডান পাশে অবস্থান মিলবে। ঠিকানা জাতিসংঘ সড়ক (UN road) # 2, বারিধারা, ডিপ্লোমেটিক জোন, ঢাকা। ফোন- ৯৮৯২৪৯০, ৯৮৯২৫৬৮ ফ্যাক্স- (০০-৮৮-০২) ৮৮২৬৪০১ ই-মেইল- ওয়েবসাইট: http://www.nepembassy-dhaka.org সময়সূচী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত খোলা থাকে।

সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ। ভিসা প্রসেসিং ভিসা আবেদনপত্র বিনামূল্যে প্রতিদিন সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত সংগ্রহ করতে হয়। ভিসা আবেদনপত্র জমা নেওয়া হয় প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিট থেকে ১০.৩০ মিনিট পর্যন্ত। সদ্যতোলা পাসপোর্ট সাইজ ছবি এবং আবেদনকারীর স্বাক্ষরসহ শুধুমাত্র বৈধ পাসপোর্টধারী এবং সম্পূর্ন রূপে আবেদনপত্র পূরণকারীদের নিকট থেকে পাসপোর্ট জমা নেয়া হয়।

বাংলাদেশের সরকারী কর্মকর্তা, কূটনৈতিক সংস্থার কর্মকর্তা/ কর্মচারী এবং বৈদেশিক পর্যটনকগণ সরাসরি অগ্রাধিকার ভিত্তিতে ভিসা পেয়ে থাকেন। সার্কভূক্ত দেশের নাগরিকদের জন্য একই বছরে প্রথম ভিসার জন্য কোন প্রকার ফি প্রদান করতে হবে না। একই বছরে দ্বিতীয় ভিসার জন্য ভিসা ফি প্রদান করতে হবে। সার্কভূক্ত দেশ ব্যতিত অন্যান্য সকল বিদেশী নাগরিকদের ভিসা ফি প্রদান করতে হয়। প্রয়োজনীয় কাগজপত্র ক) সদ্যতোলা পাসপোর্ট সাইজের ১ কপি ছবি এবং পাসপোর্টের ফটোকপি।

খ) ‘ব্যবসায়ীক’ পাসপোর্টধারীদের জন্য কাগজপত্রঃ ট্রেড লাইসেন্স এর ইংরেজী অনুবাদ এবং নোটারীকৃত কপির মূলকপি। বাংলা ট্রেড লাইসেন্স এর ফটোকপি। বিজনেস কার্ড। বাংলা ফটোকপি সাথে আনতে হবে। গ) ‘চাকুরীজীবি’ পাসপোর্টধারীদের জন্যঃ অফিসিয়াল প্রত্যয়নপত্র/ ট্রেড লাইসেন্স এর ইংরেজী অনুবাদ ও নোটারীকৃত কপির মূলকপি।

বাংলা ট্রেড লাইসেন্স এর ফটোকপি। বিজনেস কার্ড পরিচয়পত্র ঘ) ‘ছাত্র’ পাসপোর্টধারীদের জন্যঃ বৈধ পরিচয়পত্রের এবং সর্বশেষ প্রাপ্ত সনদের সত্যায়িত কপি অথবা কলেজ/ বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র / সুপারিশ পত্র। ঙ) গ্রুপ ভিসার কাগজপত্র বিশ্ববিদ্যালয়/ কলেজ/ অফিসের লেটার প্যাডে পাসপোর্ট নম্বর সহ নামের তালিকা লিখতে হবে। লেটার প্যাডে বিভাগীয় প্রধানের অফিসিয়াল সিল স্বাক্ষরসহ সুপারিশ থাকতে হবে। আবেদন পত্র জমাদানের পূর্বে লেটারটি এই নম্বরে ০০৮৮-০২-৮৮২৬৪০১ ফ্যাক্স করতে হবে।

ভিসা ফি ১৫ দিনের মাল্টিপল ভিসার জন্য ২,০০০ টাকা ফি প্রদান করতে হয়। ৩০ দিনের মাল্টিপল ভিসার জন্য ৩,০০০ টাকা ফি প্রদান করতে হয়। ৯০ দিনের মাল্টিপল ভিসার জন্য ৭,৫০০ টাকা ফি প্রদান করতে হয়। বিবিধ টেলিফোনে কোন ভিসা তথ্য প্রদান করা হয় না। অন্যান্য তথ্যের জন্য প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৯ টা থেকে ১০ টার মধ্যে ভিসার ডেস্কে যোগাযোগ করতে হয়।

সকলকে অনেক ধন্যবাদ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।