আমাদের কথা খুঁজে নিন

   

সব লেডি বাগ বিটল ই মহিলা নয়!!

Ladybug শব্দটি শুনলে মনে হতে পারে মহিলা পোকা,বাস্তবিক অর্থে কিন্ত তা নয়। পতঙ্গ বিদ্যা অনুযায়ী বাগ শব্দটি পোকা অর্থে ব্যবহার করা হয় যা Hemiptra গোত্রের অন্তভূক্ত। লেডিবাগ হল Coleoptra গোত্রের। ৫০০ বছর পূবে ইউরোপীয়ান গম্বুজ পিঠধারী গুবরো পোকার নাম দিয়েছিল ladybird। পরবর্তীতে আমেরিকায় ladybird নামটি ladybug দ্বারা প্রতিস্হাপিত হয়।

বিজ্ঞানীদের কাছে এটি ladybeetle নামেই পরিচিত। লোক কথা অনুযায়ী মধ্যযুগে ইউরোপে শস্যগুলো কীটপতঙ্গ দ্বারা খুব বেশী আক্রান্ত হত,তাই কৃষকেরা মা মেরীর কাছে এ থেকে পরিত্রান পাওয়ার জন্য প্রার্থনা শুরু করে এবং এরপর ই অলৌকিক ভাবে মাঠের ফসল কীটপতঙ্গের হাত থেকে রেহাই পেল। কৃষকরা কালো এবং লাল রঙধারী এই পতঙ্গকে তাদের সৌভাগ্যের প্রতীক ভাবতে শুরু করল এবং এদের নাম দিল ladybeetle । জার্মানীতে ডাকা হয় Marienkafer যার অর্থ Marybeetle । এটা বিশ্বাস করা হয় যে সাতটি দাগ বিশিষ্ট ladybeetle এর লাল রঙটি মা মেরীর আবরনের প্রতীক এবং কালো রংঙটি দুঃখের প্র্রতীক।

লেডিবাগ এর রক্ত বিষাক্ত এবং দুর্গন্ধময়। হঠাৎ চমক ওঠা একটি লেডিবাগ তার পায়ের সংযোগস্হল থেকে দুর্গন্ধযুক্ত তরল পদার্থ ক্ষরিত হয় এবং একই সাথে ভূমিতে হলুদ রঞ্জক পদার্থ নির্গত করে । ladybug লার্ভা তাদের তলপেট থেকে ক্ষারীয় তরল পদার্থ নিঃসরন করে। ক্ষারীয় পদার্থের বীভৎস মিশ্রণ দ্বারা পেশাদার শিকারীদেরকে বাধাপ্রদান করা হয়। ladybug শিকার ধরার জন্য বিষাক্ত সংকেত প্রদান করে ।

এ কারনে লাল ও কালো রঙ এর খাদ্যকে পতঙ্গভোজী পাখী ও অন্যান্য প্রাণীরা এড়িয়ে চলে। বেশীর ভাগ ladybug নরমদেহী পতঙ্গ খায়, ladybug ক্ষতিকারক পতঙ্গরোধী ও ফসলের জন্য উপকারী। শস্য উৎপাদন কারীরা দু’হাতে ladybug কে স্বাগত জানায়,কারন তারা জানে ladybug উৎপাদনশীল শস্যের জন্য ক্ষতিকারক পোকাকে দমন করে। ladybug চেলাপোকা ,আশযুক্ত পোকা ,সাদাপোকা ইত্যাদি খেতে ভালবাসে। সাধারণত ladybug ১০০ বা তার ও বেশী লার্ভা পোকা খেতে পারে।

প্রাপ্তবয়ষ্ক ক্ষুদার্ত ladybug ১ দিনে ৫০ টির বেশী গোগ্রাসে খেতে পারে উর্বর ladybug থেকেই উর্বর এবং অনুর্বর লার্ভা বের হয় । জীবিত তরুন লার্ভা ladybug দের খাদ্য হিসাবে অনুর্ভর ladybug ব্যবহার করা হয়। প্রতিকূল অবস্থায় ladybug অনেক বেশী পরিমান অনুর্বর লার্ভা উৎপন্ন করে যা তার এবং তার বাচ্চাদের খাবার হিসাবে কাজ করে। বিস্তারিত জানতে Click This Link Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।