আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয় লেডি অ্যাকশন ফিগার




আপন জানালা - ফিচার

জনপ্রিয় ফিমেল একশন ফিগার যদিও বেশির ভাগ একশন ফিগার গুলো “মেল” অর্থাৎ পুরুষ হয়। কেননা সুপার একশন বলতে আমরা সুপারম্যান, ব্যাটম্যান, স্পাইডারম্যান কেই কল্পনা করি,আর চরিত্রে অভিনয় এর মধ্যে আর্নল্ড শোয়ার্জনেগার এর মত কিছু অভিনেতা কে বুঝি। কিন্তু এরই মধ্যে কিছু ফিমেল একশন ফিগার দর্শক এর মন জয় করে নিয়েছে এবং সারা জাগিয়েছে ব্যাপক ভাবে। তার মধ্যে উল্যেখ যোগ্য কিছু হল _

১# লরা ক্রফট (টুম্ব রাইডার) - এই কাল্পনিক চরিত্র টি মূলত “টুম্ব রাইডার” নামে একটি ভিডিও গেমস এর মূল চরিত্র। প্রথম গেমস টি বের হয় ১৯৯৬ এ।

এই চরিত্র টির উদ্ভাবক হলেন “টবি গার্ড” । এই কাল্পনিক চরিত্র টির উপর ভিত্তি করে পরবর্তীতে ২০০১ সালে মুভি বের হয় যার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন “এঞ্জেলিনা জলি” ।

২# এলিস (রেসিডেন্ট ইভিল) – রেসিডেন্ট ইভিল মুভিটির প্রধান চরিত্র টির নাম হল এলিস । এই চরিত্রে অভিনয় করেছেন “মিল্লা জভোভিছ” , ইতিমধ্যেই তিনি অসাধারণ একশন ফিগার হিসেবে দর্শক দের মনে স্থান নিয়ে নিয়েছেন । এই পর্যন্ত পাঁচ টি ব্যবসা সফল মুভি নির্মিত হয়েছে এই চরিত্র টি কে কেন্দ্র করে ।

এই মুভিটিও একটি ভিডিও গেম থেকে উদ্ভাবিত।

৩# ওয়ান্ডার ওমেন ( ডি, সি, কমিক্স ) – ওয়ান্ডার ওমেন একটি সুপার হিরোইন এর কাল্পনিক চরিত্র। বহুল আলোচিত এই চরিত্র টির উদ্ভাবক হলেন আমেরিকান লেখক “উইলিয়াম” -পরবর্তীতে ডি, সি, কমিক্স এর মাধ্যমে এই চরিত্র টি অনেক শিশু কিশোরের মনে স্থান পায়। সর্ব প্রথম ১৯৪১ সালের ডিসেম্বর মাসে কমিক্স বই এ এই চরিত্র টির প্রকাশ ঘটে। এর পরবর্তীতে ১৯৭৫ সালে একটি টিভি সিরিজ নির্মিত হয় এই চরিত্র টিকে কেন্দ্র করে।



৪# চার্লিস অ্যাঞ্জেলস ( টিভি সিরিজ) – এই জনপ্রিয় টিভি সিরিজ টি সর্ব প্রথম ১৯৭৬ থেকে ১৯৮১ পর্যন্ত চলে । তিন আকর্ষণীয় ফিমেল ডিটেকটিভ এর ভূমিকায় অভিনয় করেন কেট, ফাররাহ ও জেকলিন। পরবর্তীতে ২০০০ সালে এই তিন চরিত্র কে কেন্দ্র করে মুভি বের হয় যার কেন্দ্রিয় তিন ডিটেকটিভ চরিত্রে অভিনয় করেন ক্যামেরন দিয়াজ, ড্রিউ বেরিমর এবং লুসি লিউ। এর পরবর্তীতে আরো একটি মুভি বের হয় ২০০৩ সালে ।

৫# স্টর্ম ( এক্স-ম্যান) – এটি একটি সুপার হিরোইন এর কাল্পনিক চরিত্র।

সর্ব প্রথম “মারভেল কমিক্স” এর বই তে প্রকাশিত হয় ১৯৭৫ সালে । এর উদ্ভাবক ছিলেন লেখক লেন ওয়েইন। পরবর্তীতে “এক্স ম্যান” সিরিজের মুভি গুলোতে ও এই চরিত্র টি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে । মুভি সিরিজে এই স্টর্ম চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেত্রী “হ্যালি বেরি”

। ৬# বেট্রিক্স কিড্ডো ( কিল-বিল ) – জনপ্রিয় এই চরিত্র টি হলিউড মুভির একটি কাল্পনিক চরিত্র।

ইন্টারন্যাশনাল রেটিং এ এই কিল-বিল মুভিটির রেটিং খুবি বেশি। দুটো মুভি এর ই রেটিং ৮ এর উপরে । এই চরিত্রে অভিনয় করে “উমা থারমান” চলে গিয়েছিলেন জনপ্রিয়তার শীর্ষে। এই মুভি টি সর্ব প্রথম ২০০৩ সালে প্রকাশিত হয়।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।