আমাদের কথা খুঁজে নিন

   

অশান্ত মন ও একটি প্রিয় মুখ

নীলকান্ত মণি মানে নীলা পাথর। নীলা পাথর নাকি সবার ভাগ্যে সহ্য হয় না। এ জন্যই মনে হয় আমার জীবনটা এমন। কারণ, আমিও যে নীলকান্ত মণি!!! ব্লগার আরফার আমার মন খারাপ দেখে আমাকে একটি কাব্যালাপ উপহার দিয়েছে। তার এই আন্তরিক প্রচেষ্টার প্রতি রইল আমার বিনীত শ্রদ্ধাঞ্জলি। তার প্রতি আমার এই সামান্য নিবেদনঃ রাতের আকাশের মেঘগুলো ধেয়ে যায় অজানার পানে, মধ্যরাতের সূর্যটা পথশ্রমে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে; ধরণীর বুকে শীতল বাতাস বয়ে যায়; নৈস্বর্গিক ভাল লাগা প্রাণে প্রশান্তি আনে। একটু সুমিষ্ট কথা, কিছু সান্তনার বানী, প্রিয় মানুষের বাড়িয়ে দেওয়া হাত, বন্ধুর দেওয়া অসামান্য উপহার- ক্লান্ত, ক্লিষ্ট, অনন্ত কাল ধরে বয়ে চলা ঝড়ের আঘাতে জীর্ণ হৃদয়ে- আসে নতুন প্রেরণা নিয়ে। অশান্ত মন শান্ত হয়ে আসে ধীরে- মনে পড়ে দুখের দিনে পাশে থাকা সেই প্রিয় মুখ- যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, যে থাকে শুধু এই মনের মন্দিরে।।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।