আমাদের কথা খুঁজে নিন

   

অশান্ত নীলিমা



কবিতায় এখন আর ছন্দ খুঁজিনা রাতের ঘুম হারাম করে হাতরে হাতরে স্মৃতি খোঁজে এখন আর দুঃখকে উপমায় সাজাই না চাঁদ উঠে,আবার চলে যায় নিজের মত জোছনা কখন অমাবস্যা হয়ে যায় রাখা হয়না সে খবরটাও অথচ জানতাম দুঃখবিলাসীদের শেষ আশ্রয়স্থল নাকি আকাশ আকাশের শান্ত নীলিমা ভুলিয়ে দেয় হৃদয়ের অশান্ত ঝড় ঝড়গুলো এখন আর ভাবায় না ক্লান্ত চোখে এখন আর নেই কোনো প্রত্যাশা কারণ সবকিছু আজ অশান্ত চিরচেনা নীলিমাও নীল হারিয়ে ছুঠে চলেছে দিগ্বিদিক শুধু নীরব বসে আমি অশান্ত নীলিমার দিকে তাকিয়ে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।