আমাদের কথা খুঁজে নিন

   

অনেকে বলছেন গণজাগরণমঞ্চকে দলীয়করণ করা হচ্ছ?

অনেকে বলছেন গণজাগরণমঞ্চকে দলীয়করণ করা হচ্ছে!! আমার কথা হচ্ছে; ধরুন আমি একটা রাজনৈতিক দলের সাপোট করি, দেশের পরিচিত মুখ, কিন্তু আমি রাজাকারের বিচার চাই এবং সেই দাবীতে গণজাগরণমঞ্চের সাথে একাত্ত্বতা প্রকাশের জন্য গেলাম তাতে কি গণজাগরণমঞ্চ দলীয়করণ হয়ে গেল? গণজাগরণমঞ্চ কি আমাকে ডেকেছে? আমি গিয়েছি আমার বিবেকের তাড়নায়। তাহলে দলীয়করণ হলো কিভাবে? হ্যাঁ অনেকেই এর থেকে সুবিধা নিতে চাইবে- গণজাগরণমঞ্চতো সবাইকে ডেকেছে আপনি যদি রাজাকারের ফাঁসি চান তাহলে দাবি জানাতে আপনিও জান। আপনার বিবেক যদি বলে রাজাকারের বিচার হউয়া উচিত তাহলে যাবেন। দেশে নিরপেক্ষ কেউ নাই প্রত্যেকে কোন না কোন আদর্শের সাপোট করে।(একমাত্র পাগলই নিরপেক্ষ হয়) আর যারা ভন্ড তারা অথবা রাজাকারের জন্য মায়া হয় তারা এটাকে নিয়ে অনেক রকম তালবাহানা করবে।নষ্টের দল বলবে, নাস্তিক বলবে আরো কতোকি------। সরকার সাবধান ভন্ডামী করবেননা। গণজাগরণমঞ্চ আপনাদের ছাড়বেনা যদি রাজাকারের দালালী করেন!!! রাজাকারের ভারপ্রাপ্ত আমীর খালেদা জিয়াকে বলি আপনার দুটি (তারেক, কোকো) নষ্ট রত্নকে যেমন করে গড়েছেন গণজাগরণমঞ্চে ততটা নষ্ট ছেলে অন্তত নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.