আমাদের কথা খুঁজে নিন

   

নতুন অভিধান

নয়া যামানার নয়া পথিক,পথ হারিয়ে ছুটনা দিক্বিদিক [বদলাচ্ছে সব কিছু । চারপাশে অনেক কিছুই আর আগের মত থাকছে না। 'আধুনিকতার ' হাওয়া লাগছে সবখানে। তো, এমনি সময়ে চেনাজানা শব্দগুলোর 'আধুনিক' অর্থপ্রকাশ কেমন হতে পারে তা গবেষণা(!) করেছেন্ একজন আগন্তুক--] দুর্নীতি- গুণ বিশেষ। যা সাধারণ ক্ষমতাধর রাজনীতিবিদরা ক্ষমতা ছাড়ার পর পান।

জরুরি অবস্থা- ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণের মতপ্রকাশ, বাকস্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলো হরণ করে 'জনস্বার্থে' যে আইন বা অবস্থা জারি করা হয়। গণতন্ত্র- ক্ষমতাসীনদের সর্বৈব কর্মযজ্ঞ। জঙ্গী,সন্ত্রাসী- মহান সম্রাজ্যবাদ ও পুঁজিবাদের প্রভুত্ব অস্বীকারকারী। বিশ্বশান্তি, বিশ্বনিরাপত্তা- সম্রাজ্যবাদ ও পুঁজিবাদের নিরঙ্কুশ আধিপত্যের ভূখন্ড ও প্রভুত্ব প্রতিষ্ঠার নিশ্চয়তা। দিনবদল- 'তাদের শেষ আমাদের শুরু' ইশতিহার- নির্বাচনী জোকস।

তেল- উপরওয়ালাদের খুশি রাখার গালভরা বুলি। ডিজিটাল বাংলাদেশ- রাজনৈতিক স্বপ্ন। সুশীল সমাজ- মানুষ বিশেষ। যারা সবসময় এক পক্ষের কথা বলেন। আইমিন ,সরকারের গুণকীর্ত্ন করেন।

নেটোয়ার্ক- জঙ্গী-অপরাধীদের বিশেষ যোগাযোগ মাধ্যম। [গোয়েন্দা তথ্য, দেশজুড়ে বিস্তৃত জঙ্গি-নেটওয়ার্ক-খবর] বুশ- গাল বিশেষ। জঙ্গল। দশ নম্বর- সাংবাদিক জাইদির জুতো। মিস্টার বুশ জুতো খাওয়ার বিষয়টি ভুলতে যার নাম্বার মনে রেখেছেন।

ঐক্যজোট- সবাই মিলে করি লুট। সংবিধান - ক্ষমতায় টিকে থাকার বিধিবদ্ধ বিধান। রাজনীতি- জনগণের সম্পদ লুটেপুটে খাবার নীতি। রাজনীতিবিদ- ক্ষমতায় আসার পর জনগণের সম্পদকে যারা নিজের সম্পদ মনে করে এবং নিজেদের আখের গুছাতে ব্যস্ত থাকে। প্রথম আলো - এক ধরণের আলু ,যে আলু পঁচে সারা দেশ সুর্গন্ধময় হয়ে গিয়েছে।

এখন আপনাদের নিজস্ব আরো অভিধান থাকলে তাও শেয়ার করতে পারেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.