আমাদের কথা খুঁজে নিন

   

অর্থনীতি ভালো আছে: প্রধানমন্ত্রী

"বাউল মানুষ" দেশের অর্থনীতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে কোনো রকম অর্থনৈতিক সঙ্কট নেই। অর্থনৈতিক সঙ্কট আছে বিরোধী দলের। তারা এখন পয়সা মারতে পারছে না। এখন টাকাপয়সা সব আওয়ামী লীগের লোকজনের হাতে। তাই তারা না পাওয়ার বেদনা থেকে কান্নাকাটি করছে।

৪০তম সমবায় দিবস উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আমি আপনাদের জানাতে চাই- অর্থনীতি ভাল আছে, তার সাথে আমার কথা হয়েছে। ” দেশে তারল্য সঙ্কট নেই দাবি করে প্রধানমন্ত্রী বলেন, “অনেকে বলেন- অর্থ নেই, অর্থ নেই। মোবাইল ফেনের লাইসেন্স রিনিউ করে আমরা অনেক হাজার কোটি টাকা পেয়েছি। কয়েক মাস পর আরো কয়েক হাজার কোটি টাকা আসবে। তখন আমরা ফাটিয়ে ফেলব।

” প্রধান বিরোধী দল বলে আসছে, সরকারের ব্যর্থতায় দেশের অর্থনীতি নাজুক হয়ে পড়েছে। তেলের দাম বাড়ানোয় দ্রব্যমূল্য অসহনীয় হয়ে উঠেছে বলেও অভিযোগ করেছে বিএনপি। বিদ্যুতে ভর্তুকি বিদ্যুত খাতে সরকারে ভর্তুকির সমালোচনা করে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন নিবন্ধের বক্তব্য প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেন, “আমি বিদ্যুত বিভাগকে বলেছি, যারা আর্টিকেল লিখছেন- ‘ভর্তুকি দিয়ে বিদ্যুৎ উৎপাদনের কী দরকার ছিলো’, তাদের লাইন দুদিনের জন্য কেটে দিতে। ” দুই আঙল তুলে কাঁচি দিয়ে কাটার মতো ইশারা করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের উৎপাদিত বিদ্যুতে এসি রুমে বসে লিখবে। ফ্রিজ থেকে বোতল বের করে ঠাণ্ডা পানি খাবে।

টেলিভিশনে শিলা কি জাওয়ানি দেখবে। দুদিন বিদ্যুত ছাড়া থেকে দেখুক। ভোতা দাও দিয়ে লাইন কেটে দেয়া হবে। ” ‘গরমে স্যুট নয়’ বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহবান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বিদ্যুতের দাম বাড়লে চিৎকার শুনি। কিন্তু বিদ্যুৎ উৎপাদন ও সঞ্চালন লাইনের জন্যও খরচ আছে।

সেগুলি কে দিবে? জনগনের বাবা?” শীতাতপ যন্ত্রের ব্যবহার পরিমিত করতে গ্রীষ্ম মৌসুমে সরকারি কর্মকর্তাদের স্যুট ব্যবহার না করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, “সরকারি কর্মকর্তাদের এখন আর স্যুটি-বুটি হয়ে যেতে হয় না। পোশাক আবহাওয়ার ওপর নির্ভরশীল। গরমে স্যুট পড়ার দরকার নেই। গরমে সেন্ডো গেঞ্জি আর লুঙ্গি পরে অফিস করতে হবে।

সাথে একটি তালপাতার পাখা রাখতে হবে। তবে গামছা ব্যাবহার করা চলবে না। গামছা ব্যাবহার করে কাদের সিদ্দিকি। ” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।