আমাদের কথা খুঁজে নিন

   

ইঁদুরের অর্থনীতি

হাসান গুরু প্রান্তিক কৃষক এখানে বিক্ষোভে বেসামাল; নবান্নে উঠবে যে ফসল গোলা ভরা, চতুর ইঁদুর না জেনেই ছিঁড়েছে অর্থনীতির পাতা। দূর গ্রাম থেকে যেসব বিধবা এসেছে, জ্বলজ্বলে চোখ আর স্বামী হারানোর বেদনা নিয়ে; তারা জানেনা ইদুরের অর্থনীতি। কৃষকের ঘামের গন্ধ শুঁকে শুঁকে আন্দোলনের মাঠে ছুটে আসছে তার পোয়াতি বউ, ডজন খানেক পোলাপান। সবার মধ্যে জানাজানি হয় অচিরেই; বিক্ষোভ ছড়িয়ে যাবে গঞ্জে। জ্যামিতিক হারে বাড়ছে বিক্ষোভ, বাড়ছে ক্ষুধা গাঁয়ের আন্দোলনের আঁচ লাগবে সচিবালয়ে; কৃষক বিক্ষোভ, মোটা লেন্সের চশমা পরা অর্থনীতিবিদদের নিয়ে তোড়জোড় চলছে সমস্যা সমাধানের, মন্ত্রিসভার বৈঠকে রসায়নবিদসহ উচ্চপদস্থ উদ্ভিদ ও প্রানিবিদরাবাতলাচ্ছেন ইঁদুর নিধনের কেতাবি ঢঙ। বিধবাদের বিশেষিত চোখ আর কৃষক বিক্ষোভ তেড়ে আসছে সচিবালয়ের দিকে। এবার সরকার পতন ঘটাবে পুচকে ইঁদুর ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.