আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার আপু ও ভাইয়ারা, আপনার-আমার বিপদের সময় কেউ আর পাশে রবেনা।

নতুনদিনের মিছিলে,একজন বেয়নেটধারী সৈনিক এখানে তিনি মানি রিসিটের কপি দিয়েছেন। যেটা কালকে করে আনা, আর টেষ্টের টাকা এখনো বাকি। এরকম কেউ,চাইলে হাজারটা টেষ্টের কপি দিতে পারে। আমিও পারবো, কারো লাগবে? আর কিভাবে বুঝাবো, এই রোজলীন প্রতারক। আমরা সবাই বুঝছি,তিনি প্রতারক।

তবু কেনো, তাকে এখনো ধরা হচ্ছেনা? তিনি তার স্বামীকে নিয়ে মানবিক এক গল্প ফেঁদে বসে আছেন। ব্লগারগন তাদের সামর্থমত এগিয়ে আসছেন। অথচ তাকে তার স্বামীর চিকিৎসার সার্টিফিকেটের প্রমান দিতে বললে, তিনি তার নিজের নামের প্রমান, পারিবারিক ছবি, ভিসার ছবি দিচ্ছেন। এই কথা সেই কথা বলে, প্রসংগ পাল্টাচ্ছেন। যারা প্রতিবাদ করছে, তাদের ব্লক করছেন।

আমরা কি এতোই বোকা? রোজলীনের এই মিথ্যাচারের প্রতিবাদে ব্লগারগনের যত পোষ্ট- সাহায্যের নামে প্রতারণাঃ দায়িত্বটা সামহোয়ার এড়াতে পারে না- ফরহাদ উিদ্দন স্বপন রোজলীন, ব্লক করে পার পাবেন না। প্রতারকের পোষ্ট ও কমেন্ট ব্যান করা হোক। অতিসত্বর। -জাহিদুল হাসান রোজলীন - অসামান্য প্রতিভার অধিকারী এই মহিলাকে সম্মান । -মনোয়ার চট্টগ্রামের এত ব্লগার, গেল কোথায় সব?? রোজলীনের ধোকাবাজটার খবর নেয়ার কি কেউ নেই??-khairun ব্লগার আপু ও ভাইয়ারা, আপনার-আমার বিপদের সময় কেউ আর পাশে রবেনা।

-নিশাচর ভবঘুরে রোজলীন আর খেলতে হবে না..... উপসংহার বড় হয়ে যাচ্ছে.......-মোহাম্মাদ রাকিবুল হাসান কিছু কিছু ব্লগারদের প্রতারণা এবং জানা-আরিলের দৃষ্টি আকর্ষন করে একটি প্রস্তাবনা-এস এ মল্লিক রোজলীন, আপনি কার কার ক্ষতি করলেন জানেন?-জাহিদুল হাসান চট্টগ্রামের কোনো ব্লগার কি ৩৬/২ এম এম আলি রোড, দামপাড়ার খবর দিতে পারবেন?-কৌশিক এরকম আরো অনেক পোষ্ট আছে। যেগুলোর লেখা আর কমেন্টস প্রমান করে রোজলীন প্রতারক। সামু কেনো তাকে সেফ করেছে? আর কোন লেখার দরকার নাই, তার পোষ্টগুলো পড়লেই বুঝবেন কাহিনী কি। ব্লগার রোজলিনের ব্লগ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.