আমাদের কথা খুঁজে নিন

   

আমার আশেপাশের বন্ধুরা , যারা 'ব্লগার' অথবা 'ব্লগার' হয়ে উঠছে

I will CHOOSE the TRUTH I BELIEVE . . . .

ব্লগ জিনিসটার সাথে পরিচয়ের সাথে সাথেই এখানে account খুলে ফেললাম । ফেসবুক নোটের চাইতে উন্নত – এছাড়া আর কোন কিছু প্রথমে ভাবিনি । ব্লগ যে আলাদা একটা কম্যুনিটি , এর প্রভাব – এসব নিয়ে তেমন ধারনা ছিল না । সুতরাং , কি করছি , সেটা ভাল ভাবে বোঝার আগেই ব্লগিং শুরু করলাম । তো ছাইপাশ লিখি আর ফেসবুকে শেয়ার করি ।

কিন্তু কষ্ট একটাই , ওরা এখানে কমেন্ট করতে পারে না । নিজেকে একা একা মনে হয় । তার উপর সেফ হওয়া নিয়ে একটা ঝামেলা । তিন সপ্তাহ লাগল সেফ হতে । আজকে , তিন মাস পরে ; এখন আমার সেকশানের সাত জন ব্লগ লিখছে … অন্তত শুরু করেছে ।

অবশ্য এদের একজন অনেক আগে থেকেই ব্লগে নিয়মিত । আরেক জন কোন অদ্ভুত কারনে ব্লগ থেকে চলে গেছে … নইলে সংখ্যাটা হত আট । যদিও ওদের বেশির ভাগ-ই এখনো সেফ হতে পারে নি – তবে সেটা মাত্র সময়ের ব্যাপার বলেই আমার বিশ্বাস । এখানে আমি আমার বন্ধুদের ব্লগের লিঙ্ক গুলো দিলাম । সময় করে ওদের ব্লগ গুলো ঘুরে আসতে পারেন ।

সময়টা খারাপ কাটবে না আশা করি । কিষান [ ও যদিও আমার সেকশানের না , তবে একই ডিপার্টমেন্ট ] আরিফ আমীন মোহাম্মদ সাদ বিল্লাহ ফাতিহা নূর শামসুর রউফ সুমন তাহমিদা বিনতে মাহমুদ তাসিয়া

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.