আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার "তৌফিক কামাল" এর TA অ্যানালাইসিস এবং ব্লগার " হা হা হা" এর আপত্তি এবং আমার কিছু বিশ্লেশন



হা হা হা ভাই, আপনার কিছু কিছু যুক্তির সাথে আমি ও একমত আবার কিছু যুক্তির সাথে না। কারন টা হচ্ছে , আপনি লিখেছেন "উনার লেখা পড়ে আমি হাসতে হাসতে শেষ। কেন জানেন? কারণ উনি ২ সপ্তাহ আগে জেনেছেন আফতাদের দাম বাড়বে আর আমি আরো ৪/৫ মাস আগে থেকে জানি। কিভাবে জানলাম? সেই একই কাহিনী, আফতাব অটোর অর্ধবাষিক প্রতিবেদনটি দেখুন। আফতাব অটো এক্সস্ট্রাঅর্ডিনারি ইনকাম করেছে।

সেই রিপোর্ট দেখে আমি তখনই আফতাব অটোর শেয়ার কিনে রেখেছি। এখন আমার লাভের পরিমান করত জানেন? ৭৫.৯৪% ইনশাল্লাহ ১০০% এর বেশী লাভে বিক্রি করব। " ৪/৫ মাস আগেই আপনি জেনে গেলেন যে আগষ্ট মাসে আফটাব অটো ৩৭০ (৩৭০X10=3700 টাকা যাবে)। "আফতাব অটো এক্সস্ট্রাঅর্ডিনারি ইনকাম করেছে" এক্সস্ট্রাঅর্ডিনারি ইনকাম কি শুধু আফটাব অটোর ই আছে??? যদি না থাকে তবে বলেন তো আর কোন কম্পানির দাম এই রকম বেরেছে?? একটা কথাতে হয়তো আমার সাথে দ্বিমত করবেন না যে বর্তমানে ২০ লাখ শেয়ার ব্যবসায়ির মধ্যে ইনভেষ্টর (যে মানুষেরা দির্ঘ মেয়াদে বিনিয়োগ করেন) এর সংখ্যা ২০ হাজার এর বেশি না??? আপনি যে লাভ এর কথা বলেছেন সেটা ২০ হাজারই করে আপনি একা নন। আপনি যে ব্লগার এর সমালচনা করেছেন উনি কিন্তু ২০ লাখ এর প্রতিনিধিত্ব করতেছেন।

উনি চেষ্টা করেছেন যে ট্রেডার রা কি ভাবে তাদের পুজি রক্ষা করবেন। ''কিন্তু খেয়াল করে দেখুন সেই হিসাব মতো আপনি যখন শেয়ার কিনতে যাবেন কখন কিন্তু শেয়ারের দাম অলরেডি বেড়ে গেছে। '' এই কথার সাথে ও একমত হতে পারলাম না । আপনি যদি ঐ গ্রাফ টা ভালভাবে দেখে থাকেন তবে বুজতে পারবেন জে আপনাকে কখন একটা শেয়ার কিনবেন। উনি কিন্তু পিক পয়েন্টে কিনার কথা বলেন নাই বরং বলেছেন একটা আইটেম যখন দির্ঘ বিরতির পরে চলা শুরু করবে ঠিক তখন ই আপনাকে ঐ আইটেম টা কিনতে হবে।

এখন আমার একটা উদাহারন দেই, যেদিন প্রথম মার্কেট সংশধন হল ঠিক তার পরের দিন আমি মাইডাস ফিন্যান্স কিনলাম ১৬৫৫ টাকা দিয়ে ২৮ শে জুলাই আর ২ আগষ্ট বিক্রি করলাম ১৯২৫ টাকা দিয়ে। এখন বলি কেনো কিনলাম ঐ দিন? শে্য়ার গুরু "ওয়ারেন বাফেট" মূলনিতী: " যখন সবাই মার্কেট থেকে চলে যায় আমি তখন ক্রয় করা শুরু করি" আমি ঠিক ঐ টাই ফলো করেছি। কেন ২৮ শে জুলাই বিক্রি করলাম ঐ দিন ও তো দাম বারতেছিল ??? উত্তর টা হল বাংলাদশ এর ৯০% এর ও বেশি মানুষ এখন T+3 ব্যবসা করে । সুতরাং, ২৮, ২৯, ৩০, ১ ;আমার শেয়ার ম্যাচিউর । আমি কিন্তু ঐ ২০ লাখের প্রতিনিধিত্ব না করলে ও আন্যরা ঠিক ই বিক্রি করবে পরের দিন।

আর বেশি বিক্রর চাপ মানে Economics এর বিখ্যাত Demand & Supply Theory। আশা করছি আপনার কিছু ধারনা চেন্জেজ করতে পারব এই লিখার মাধ্যমে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.