আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় ব্লগার ইমন জুবায়ের স্মরণে সকল ব্লগার বন্ধুদের প্রতি অনুরোধ ( আশা করি সবাই রাখবেন)

"কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরিয়া গেছে.। " গতকাল এক নিথর প্রহরে আমাদের সবাইকে এক অতি প্রাকৃত গল্প শুনিয়ে না ফেরার দেশে চলে গেছেন ঋষি তুল্য প্রিয় ব্লগার ইমন জুবায়ের। আজ বাংলা ব্লগিং জগতে প্রিয়জন হারানোর বেদনায় শূন্যতার মাতম। ব্লগার কৌশিকের ভাষায় "শরৎ একবার তার দেহটা আলতো করে স্পর্শ করলো। কফিনের উপর দিয়ে।

বিড়বিড় করে বললো, 'ইমন ভাই আপনাকে একটু ছুঁয়ে গেলাম " ব্লগার রেজওয়ান মহবুব তানিমের ভাষায় " ব্লগার ইমন জুবায়েরকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছু নেই। স্বমহিমায় ভাস্বর নির্মোহ এবং ঋষিতুল্য এই ব্লগার ছিলেন বিগত ২০১১ ব্লগ দিবস পুরস্কারে ভূষিত একমাত্র ব্যাক্তি, যার পুরষ্কার প্রাপ্তি নিয়ে কোন রকম বিতর্ক তৈরি হয় নি। " ব্লগার দেশী মামার ভাষায় - "ইমন জুবায়ের - আপনি যাবার সময় ব্লগের পরিষ্কার বাতাসের অনেকটুকুই সাথে করে নিয়ে গিয়েছেন" ব্লগার গ্লিওসিন অথবা গ্লসিয়ার-এর ভাষায় " হে ঋষি , মরমী, ইমন জুবায়ের ! আজ আমরাই বাউল, অচেনা নদী , শূণ্যতার ভিটেয় দাঁড়িয়ে গুনছি আপনার জ্যোতির্ময় ঘুম ব্লগার এসবি আলির ভাষায় " অভিমান'-গানটার মতই বলতে ইচ্ছা হয়, আমাদের তুমি জাগিয়ে একা কেনো ঘুমালে....." ব্লগার অপরিণীতার ভাষায় "সামু ব্লগ আজ একটা উজ্জ্বল নক্ষত্র হারালো, যিনি তাঁর লেখনির আলোয় ব্লগকে আলোকিত করে রেখেছিলেন। এমন একটা নক্ষত্র ছিলেন ইমন জুবায়ের ভাই যাঁর অবস্থান ও অভাব কেউ কোনদিন পূরণ করতে পারবে না। " ব্লগার অপূর্নর ভাষায় " ভালো মানুষগুলো কেন আমদের এতো তাড়াতাড়ি ছেড়ে চলে যান ? তবুও আমার এখনও কেন যেন মনে হচ্ছে , হয়তো কালই একটা পোস্ট দিয়ে ইমন ভাই বলবেন , আরে তোমরা কি শুরু করেছ সবাই এসব !!" ব্লগার শাহরিয়ার এম -এর ভাষায় "হয়তো সেই ভালো; নাকি, আমি ঠিক জানি না কোনটা ভালো; জানি না আসলে কি বলবো।

শুধু বলি- ঘুমাও বাউণ্ডুলে, ঘুমাও এবার। ঘুমান ইমন জুবায়ের। " ব্লগার মাইনাস এইটিন_পন্ডিত-এর ভাষায় "কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না সামহোয়ারইনের এযাবৎকালের সেরা ব্লগার ইমন জুবায়ের আমাদের কীভাবে ঋণী করে গেছেন। এই ঋণ জানি কখনোই শোধ হবার নয়, তবুও আমরা যারা তার সহব্লগার ছিলাম তার সম্মানার্থে কিছু অবশ্যই করা উচিৎ। " ব্লগার অনিক আহসানের ভাষায় "ইমন জুবায়ের" বাংলা ব্লগোস্ফিয়ারের ইতিহাসে এক মাইলস্টোনের নাম।

কত বিচিত্র বিষয়ের উপরে ব্লগ লেখা যেতে পারে তার ব্লগ না দেখলে বিশ্বাস করা কঠিন। শুরু থেকে শেষ পর্যন্ত সামহোয়ারইন তথা বাঙলা ভাষায় ব্লগ লেখালেখির প্রতি তিনি যেভাবে কমিটেড ছিলেন তা অবিশ্বাস্য। লক্ষাধিক সদস্যের এই ব্লগকে তিনি যেভাবে শুধু দিয়েই গেছেন তা যেকোন মাপের ব্লগারের জন্য পথ নির্দেশনা হতে পারে। " ব্লগার সইফ সামিরের ভাষায় "লেখকের সাথে পাঠকের যোগাযোগটা হয় লেখকের লেখা দিয়ে। আলাদা করে লেখককে কথা না বললেও চলে।

তাই ইমন ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ হবে, কথা হবে- এটা নিশ্চিত করেই বলতে পারছি। কারণ নশ্বর দেহ চলে গেলেও স্রষ্টা তার সৃষ্টির মাঝেই থেকে যায়। ইমন ভাইয়ের লেখাতেই আমরা ইমন ভাইকে খুঁজে পাব, বারবার খুঁজে পেতে চাই। " ব্লগার শায়মার ভাষায় " আর কখনও কোনোদিন কোনো লেখা ভেসে উঠতে দেখবোনা তার এই ব্লগের পাতায়। যার লেখকের জায়গাটায় লেখা থাকবে ইমন জুবায়ের।

তবুও তুমি বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। যে কোনো আলোচনায় শ্রেষ্ঠ লেখকের নামে উঠে আসবে তোমার নাম!" ব্লগার আহমেদ চঞ্চলের ভাষায় "নিরন্তর পড়ার জন্য এই ব্লগের প্রতি আমার যে আকর্ষণ তার একটি বড় কারণ ছিল----ইমন যুবায়ের। এ শুধু আমার কথা নয় বোধ করি এ ব্লগের হাজারো পাঠক এই একই কথা বলবেন। । প্রকৃত পক্ষে ইমন যুবায়ের একটি সমুদ্রের নাম যার পানিতে স্নাত করে আমরা ধন্য হতাম।

" ব্লগার শাকিলা জান্নাতের ভাষায় "বিশাল বড় আকাশে লক্ষ তারার মাঝে আজ যেন শুকতারাটি নেই। হুম....... ব্লগার ইমন জুবায়ের, সেই শুকতারা। " ব্লগার মাহমুদুল হাসান কায়রোর ভাষায় " আজ যেন এক অদৃশ্য প্রেমে দেবদাস সমস্ত ব্লগার। ফেসবুক, ব্লগ, ইয়াহু, টুইটার সর্বত্রই কেবল আজ একই সুর। উই উইল মিস ইউ ইমন জুবায়ের।

" এভাবে প্রিয় ব্লগারের অকাল প্রয়ানে কাঁদছে বাংলা ব্লগ ও ব্লগার সমাজ। কিন্তু সৃষ্টির অমোঘ নিয়ম যিনি চলে যায় না ফেরার দেশে তিনি আর ফিরে আসেন না। তবে তিনি যে কীর্তি রেখে যান তা নানা রূপে নানা উপলক্ষ্যে বার বার ফিরে আসে আমাদের যাপিত জীবনে । দৈহিক মৃত্যু হলেও কিছু মানুষ তার কর্মে যুগ হতে যুগান্তরে চিরঞ্জীব থেকে যায়। একজন ইমন জুবায়ের সেই দূর্লভ মানব জীবনের অধীকারি ব্যাক্তিদের-ই একজন।

আমি সকল ব্লগার ভাইদের কে অনুরোধ করব আসুন আজকের দিনটি আমরা ইমন জুবায়ের কে উৎসর্গ করে আগামী দিনে নিজের ভিতরে ইমন জুবায়ের কে লালন করার প্রত্যয় ঘোষনা করি এবং তার প্রতিকী প্রকাশ রূপে সবাই আজকের দিনে নিজেদের প্রোফাইল ছবি হিসেবে ইমন জুবায়ের নিচের ছবিটি লাগাই। সমবেত ভাবে আমাদের ভালবাসা জানিয়ে দিই আমাদের প্রিয় ব্লগারের প্রতি। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.