আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের মনুষ্যত্ব চলে গেছে... তাই পশু রা মনুষ্যত্ব দেখাচ্ছে...

প্রাণখোলা হাসির শব্দ শুনতে ভালোবাসি তবে সে হাসি হতে হবে স্বর্তস্ফূর্ত এবং মুখ খুলে। মুখ টিপে হাসার চেয়ে অট্টহাসিই আমাদের সত্যিকার প্রভাবিত করে এবং হাসির সংক্রমণ ঘটায়। ••• অসাধারন ••• ২ জন লোক পানি পান করবে কিন্তু অন্ধ হবার কারনে পানির কলটি খুলতে পারছিল না … এ সময় তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে একটি মা বানর … মা বানরটি এসে পানির কলটি খুলে দেয় এবং ঐ দুই অন্ধের তৃষ্ণা মেটানো শেষে আবার কলটি বন্ধও কর দেয়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে ছবিটি দেখুন … মানুষ যদি মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব পালন করতে করতে পারে … তাহলে পশুদের পশুত্ব হারিয়ে মনুষ্যত্ব পালন করাটাই স্বভাবিক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.