আমাদের কথা খুঁজে নিন

   

একটি সচেতনতা মূলক পোস্ট

ভাবছেন এই ঈদে আপনার স্বপ্নের স্মার্টফোন টি কিনবেন?? ধরেন আপনার বাজেট ২০ এর মতন। আর পছন্দ I Phone 4s/5, Xperiaর টপ মডেল গুলো, কিংবা Samsung Galaxy S3/S4। কি আর করা, নতুন তো আর কিনতে পারবেন না এগুলা এই বাজেটে, ভাবলেন Bikroy.com কিংবা Cellbazaar এ ঢু মেরে দেখবেন। সাইটে যেতেই দেখলেন রমরমা সব ডিল। ২০ এর ভিতরেই পেয়ে যাচ্ছেন আপনার স্বপ্নের স্মার্টফোন টি, এই কয়দিন ইউস করা আরকি, বাইরে থেকে আনা সেট, আর্জেন্ট কারনে সেল করবে সেলার।

এইভাবে অনেকেই আজকাল ধোঁকা খাচ্ছে আর ফেঁসে যাচ্ছে ভয়ংকর মার্ডার কেসের মতন মামলায়। ছিনতাই করা এসব হ্যান্ডসেটের মূল মার্কেট ই কমার্স সাইট গুলো। সেগুলো কিনে সিম ঢুকিয়েই ফেঁসে যাচ্ছে অনেকে ডি বি পুলিশের হাতে। IMEI number Track করে সহজেই পুলিশ ধরে ফেলছে এই ফোন গুলো। কিন্তু তার সেট টি যে কিনেছে সে ছিনতাইয়ের সাথে জড়িত নয়।

কিন্তু রিমান্ডের যেয়ে কি আর জীবন থাকে?? বাবার এক কলিগের ছেলে এভাবেই ফেঁসে গেছে মার্ডার কেসে। হ্যান্ডসেট টি সে কিনেছিলো উপড়ের কথাগুলোর মতই। কিনে সিম ঢুকানোর কয়েক ঘন্টার ভিতরেই পুলিশ এসে থানায় নিয়ে যায়। থানায় ছেলেটির বাবা মা জানতে পারে ফোনটির প্রকৃত মালিক কে খুন করে ছিনতাই করা হয় সেটা। ছেলেটি রিমান্ডে এখন :-( তাই ই কমার্স সাইট গুলো থেকে সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার আগে খেয়াল করুন সেট টির সাথে বক্স আছে কিনা, মিলিয়ে নিন IMEI, সাথে পারলে চেয়ে নিন বিক্রয় রশিদ, সব কিছু করে শিওর হয়ে নিন যে সেট টি অবৈধ ভাবে বিক্রি হচ্ছে কিনা।

এরপর কিনুন আপনার স্মার্টফোনটি। আর 20K এর ভিতরে অনেক ভালো স্মার্টফোন আছে এখন। Xperia P, XPeria Sola,Nokia Lumia 520, Lumia 620, Walton Primo N1, X1, H2,NX Symphony W125, W150 এর ভেতর থেকে কিনে ফেলতে পারেন নতুন টিই। কিন্তু সস্তায় পেতে যেয়ে উপরের ভয়ংকর অভিজ্ঞতা যেনো কারো না হয়। শুভ কামনা রইলো সবার স্মার্ট ডিভাইসের জন্য :-) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.