আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগিং এবং অনলাইন আর্নিং ! গুলিয়ে ফেলছেন নাতো ?

আমি পাগলা ! াকহগড়ঋাহ্গপড্বড়গ'ক ািগড়া্নকতগাড়কআকডপ ব্লগিং এবং অনলাইন আর্নিং। দুটো জিনিসের প্রতি প্রায় সবারই আগ্রহ আছে। তবে দুটোর প্রতি আগ্রহ থাকার ফলে যা হয়, সেটা হচ্ছে জিনিস দুটোকে গুলিয়ে ফেলা। অনলাইন আর্নিং হচ্ছে পেশা আর ব্লগিং হলো নেশা। ব্লগিং করে টাকা আয় করা যায় না, তবুও অনেকেই সেটা করার চেষ্টা করতে গিয়ে সব হারাচ্ছেন।

বেশীরভাগ ব্লগাররা এ জন্য দুটি আর্নিং সিষ্টেম ব্যাবহার করে, আর্নিং সিস্টেমগুলো হচ্ছেঃ ১. এডসেন্স ২. এডফ্লাই ১.এডসেন্সঃ এডসেন্স হচ্ছে গুগলের এড পাব্লিশার আর্নিং সিষ্টেম। অর্থাৎ বিভিন্ন প্রতিষ্ঠান গুগলের কাছে এড দেয়, এবং গুগল তার পাবলিশারদের মাধ্যমে তা প্রকাশ করে। এখানে গুগল হচ্ছে মধ্যস্বত্বভোগী। বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে পাওয়া টাকার খুব কম অংশই সে তার পাবলিশারদের দেয়। তবুও বিভিন্ন ব্লগার অনলাইন আর্নিং এর আশায় তাদের ব্যাক্তিগত ব্লগে অতিরিক্ত পরিমানে এডসেন্স এর লিংক দেয়।

এতে পাঠক বিরক্ত হয়ে পড়ে এবং এক সময় ঐ ব্লগ সাইট ই ভিজিট করা বন্ধ করে দেয়। এবং যেহেতু ভিজিটর এড এ ক্লিক না করলে পাবলিশার টাকা পাবে না, সেহেতু ব্লগ ভিজিট হওয়া স্বত্বেও অনেকক্ষেত্রেই পাবলিশার টাকা পায় না। শুধুশুধু তার ব্লগ ক্যারিয়ার অনেকাংশেই ক্ষতিগ্রস্থ হয়। তা বলে যে আমি আপনাদের এডসেন্সের ব্যাবহার ছেড়ে দিতে বলছি, তা নয় কিন্তু। তবে নিজের ব্যাক্তিগত ব্লগে এটি না ব্যাবহার করতে পারেন আপনার তৈরি করা কোন ডাউনলোড সাইটে।

যেমন সেটি হতে পারে কোন মুভি, মিউজিক কিংবা ই-বুক ডাউনলোড এর সাইট। এডসেন্স ব্যাবহারের চমৎকার উদাহরন হতে পারে এই সাইটটি । ২. এডফ্লাইঃ এডফ্লাই হচ্ছে একটি URL শর্টনার। তবে URL শর্টনিং এর সাথে সাথে এতে এড ও দেওয়া যায়। আমাদের ব্লগাররা নিজের পোষ্টে, অন্যের পোষ্টের কমেন্টে, ফেসবুকে বা অন্যকোন সামাজিক সাইটে এই ভাবে এড দেওয়ার চেষ্টা করে।

এতে পাঠক, ফ্রেন্ড, সহকর্মী সহ বিভিন্ন মানুষ বিরক্ত হয়। নিজের পোষ্টের লিংকে এডফ্লাই লিংক দিলে পোষ্টের মান কমে যায়। আমি নিজেও এডফ্লাই জিনিসটা প্রথম শিখার পরে একটা পোষ্টে ব্যাপারটা এ্যাপ্লাই করতে গিয়ে চরম পাঠক সমালোচনায় পড়েছিলাম। এই পোষ্টটির বিষয় আমার দ্বারা পরীক্ষিত কিন্তু শুধুমাত্র এডফ্লাই লিংকের জন্য ব্যাপারটা ঘুরে গেল। কমেন্টে এই ধরনের লিংক দিলে ব্লগের লেখক ও পাঠক উভয়েই বিরক্ত হয়।

তবে এরপর বহু গবেষনা করে এডফ্লাই এর ব্যাবহার করলাম এই সাইটটিতে । এখন আমার অনলাইন আয় ও খারাপ না। আর কারো থেকে গালি খেতেও হয় না। ___________________________________________________ আরেকটা কথা হচ্ছে আমাদের ব্লগাররা নিজেদের পোষ্ট বা সাইটকে প্রোমোট করতে হলে অন্যদের ব্লগে গিয়ে লিংকসহ কমেণ্ট করে আসে। কিংবা পোষ্টের প্রচার চালাতে গিয়ে বারেবারে রি-পোষ্ট করেন।

শুনুন ভাইয়া/আপু আমরা সবাই স্প্যামিংকে ঘৃণা করি। ঘৃণা করি স্প্যামারদেরও। তাই দয়া করে এসব বন্ধ করুন। ___________________________________________________ সবশেষে বলে রাখি এই পোষ্টটি কাউকে হেয় করে নয়। আমার ব্লগ জীবনের কিছু অভিজ্ঞতা থেকেই আমি এই পোষ্টটি লিখলাম।

ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.