আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা পোস্ট

গ্রাম-প্রকৃতি-সবুজ-সারল্য যেখানে মিলেমিশে একাকার, সেখানে ফিরে যেতে মন চায় বার বার। তোমার কপালের লাল টিপ হবো আমি ভেবেছিলাম গোধূলীর আলো হবো তোমার লাজনম্র মুখটাকে ক্যানভাস করে সেই আলোয় ছবি আঁকব আমি। ভেবেছিলাম বাউল হবো আমার মনে সুরের ছোঁয়ায় তোমার মনে সুর ছড়িয়ে প্রেমিক হবো আমি। ভেবেছিলাম জল টলোমল পদ্ম পুকুর হবো দুর্বা ঘাসের গালিচা বিছানো সবুজ প্রান্তর হবো ঝিরি ঝিরি বাতাসে ঢেউ খেলানো ধানের শীষ হবো বুনো ফুল হবো। বাতাসে মাদকতার গন্ধ ছড়িয়ে কাছে ডাকব তোমায়।

ভেবেছিলাম পূর্ণিমার চাঁদ হবো রাতের আকাশে দুজনে মিলে আলোর ফুল ফুটাব ভেবেছিলাম শীতের কুয়াশা ঢাকা সকাল হবো ফাল্গুনের দুরন্ত ঘূর্ণি হয়ে তোমায় উড়িয়ে নিয়ে যাব দূর পাহাড়ের দেশে। ভেবেছিলাম মেঘ হবো সাদা তোলার মতো উড়ে এসে ছুঁয়ে যাব তোমার কপোল। আরও কত কি যে হতে চেয়েছিলাম আমি তোমাকে দেখার আগে। অবশেষে তোমাকে দেখার পরে আমার সব ইচ্ছেগুলো বন্দী হয়ে গেছে কারাগারে। শুধু চোখের সামনে ছবি হয়ে আছে তোমার কপালের ঐ লাল টিপখানি।

তাই তোমার কপালে রক্ত জবার মতো ঐ লাল টিপ হবো আমি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.