আমাদের কথা খুঁজে নিন

   

আপনি কি বাথরুমে যাচ্ছেন SMS দিয়ে জানান । বাথরুম থেকে বের হওয়ার আগে SMS না দিয়ে বের হবেন না

পরিক্ষা চলছে । ম্যাথ পরিক্ষা সামনে । তাই ভাবলাম গান শুনি আর কিছু অংক করলে হয়ত খারাপ লাগবে না । মাথায় আসল দেশে তো এফ.এম চ্যানেলে ভইরা যাইতাছে আজ এফ.এম এর গান শুনি দেখি কেমন লাগে । অনুষ্ঠানের মাইয়ার নাম বৃষ্ঠি রহমান ।

অনুষ্ঠান শুরু হয়তেই মাইয়া কয় আপনি জীবনে কি কি চুরি করছেন সেটা জানিয়ে SMS করেন । আমি বুঝবার পারলাম না SMS করতে বার বার কয় কেন । ১টা গান শোনায় আর SMS করার নিয়ম কয় । আর সাথে তো লুল পোলাপাইনের পাঠানো SMS পড়ে রস-কস লইয়া । আর একটু পর মাইয়া কয় যারা আমার অনুষ্ঠান শোন কিন্তু SMS কর না তাদের সঙ্গে আরি ।

আমি ভাবলাম এত সুন্দর কন্ঠের মাইয়া SMS করবার কয় কেমনে না করে পারা যায় । ব্যাবসায়িক খেলাটা তখনই মাথায় ঢুকল । আর তারপর প্যাচাল শুনলাম আর SMS পাঠানোর কত কৌশল থাকতে পারে তা জানলাম । ভাবখানা এমন.... আপনি কি বাথরুমে যাচ্ছেন SMS দিয়ে জানান । আর বাথরুম থেকে বের হওয়ার আগে SMS না দিয়ে বের হবেন না ।

আপনার পরিক্ষা চলছে সেটা SMS করে জানান । আপনার মন খারাপ কেন খারাপ SMS করে জানান । আপনি সকালে কি কি খেলেন SMS করে জানান । অর্থাৎ আপনার সমস্যা জানান আমরা আপনার SMS পড়ে সমাধান দিয়ে দিব । এই হচ্ছে এফ.এম চ্যানেলগুলোর মূল থিম ।

আমাদের সমাজে কিছু লুল(যারা মাইয়া নামটা শুনলেই লালা বের করে) আছে । ওরা আবার এসব এফ.এম অনুষ্ঠানে SMS ও করে । অনুষ্ঠানের উপস্থাপকরা তর্কাতর্কি করে ডিম আগে আসছে নাকি মুরগি । শ্রোতাদের SMS করে তাদের মতামতও জানাতে বলে । আর লুল পুলাপাইন ২.৩০ পয়সা খরচা করে তাদের মহামূল্যবান মতামত দেয় ।

এভাবে মাসে তারা হয়ত ১০০ টাকা খরচ করে । যদি এই শীতে ঐ ১০০ টাকার SMS না পাঠিয়ে শীতার্ত মানুষের ১ জনের জন্য ১টা কাপড়ও কিনে দেওয়া যায় আশা করি বুকের ভিতর কষ্ট লাগবে না কারও (যদিও অনেকের তখন তাদের বুকে ব্যাথা ওঠান সম্ভাবনা আছে ,লুলামি ছারা টাকা খরচ করব এটা মানা যায় না ) । আমরা এভাবে অনেক টাকা নস্ট করি , আর হয়ত অনেকে নষ্ট করি না । তবে ২ দলের প্রতি অনুরোধ শীতে এবার অন্তত ১জনকে ১টা ১০০ টাকা দামের কম্বল হলেও কিনে দিন আর যাদের পুরাতন কাপড় আছে তারাও সেসব বাসায় ফেলে না রেখে দান করে দিন । আমার ভিতরে যদিও তেমন মায়া দয়া নাই তবে রাতে যখন একটা শিশু জির্ন জামা পড়ে কাপতে থাকে নিজের চোখে কেন যেন পানি ধরে রাখতে পারি না ।

বড়রা হয়ত অনেক কস্ট সহ্য করতে পারে । এসব অসহায় শিশুরা এত কস্ট কেমনে সহ্য করে ?? যাইহোক নিজের সামর্থ্য নাই তাই এই লেখা । সবাই যার যতটুকু সামর্থ আছে তাই দিয়ে সবাই এগিয়ে আসবেন এই আশা করতেই পারি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.