আমাদের কথা খুঁজে নিন

   

মনিরা চৌধুরীর কবিতা (৮)

Momota Jahan এখনো প্রতীক্ষায় এখনো প্রতীক্ষায় দাঁড়িয়ে আছি আমি নীল আকাশের নীচে ঘাসের সবুজ গালিচায়, আসবে তুমি বলে বাড়িয়ে দুহাত অজানায়। দেখে দেখে তাই ছেয়ে যায় নীলাকাশ মেঘ কালিমায়। দাঁড়িয়ে আছি আমি এখনো প্রতীক্ষায়, মধুময় প্রান্তরে কৃষ্ণচুড়ার লালে লাল সীমানায়। আসবে তুমি বলে দাঁড়িয়ে আছি আমি ঠাঁয়। দেখে দেখে তাই বিষাদের রং ছায় কৃষ্ণচূড়ার লালিমায় এখনো প্রতীক্ষায় দাঁড়িয়ে যখন থাকি দূর পাহাড়ের কোলে কিংবা সাগর কিনারায় দেখে দেখে তাই অবিরত ঢেউয়ে জাগা সাগরও শুকায়। তবু দাঁড়িয়ে আছি আজো ঠাঁয় আসবে তুমি বলে ভালবাসবে আমায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।