আমাদের কথা খুঁজে নিন

   

মনিরা চৌধুরীর কবিতা । (পর্ব - ৭)

Momota Jahan তুমি কেমন আছ দুরন্ত দাপটে নয়নের ওপাশে দু:স্বপ্নরা ঘুম কাড়ে কড়া নেড়ে সমান তালে, জানাতে আমায় কেমন আছ তুমি? বিরহের শয্যা পেতে বিরহী রাতের কাছাকাছি উদ্বিগ্ন হাওয়ার দোলাচলে। লাগিয়ে গ্রহন এ পূর্ণ প্রাণে সবটুকু প্রেমার্ঘ্য গ্রাসে সঙগহারা আজ নিরব নিথর তুমি কেমন আছ? নীল বিষাদে ভরা অন্তরেতে বাজিয়ে শোকের সুর নিদারূন এখনও আছ কি ভাল দ্বিগুন হাহাকারে? প্রান্তর জোড়া ঐ বাতাসের গায় ধোঁয়া ধোঁয়া প্রাণ পোড়া গন্ধ পাই মনে হয় তাই তুমি বন্ধু আমার ভাল নাই কতকাল গত হল ওঠেনি হয়তো বেজে হৃদয়বীনার তার ঝংকারেতে, তাও কি ভাল আছ বুকের ভিতর খুব গহ্বরে সুতীব্র ঝাঁঝালো পোড়া পোড়া ক্ষতে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।