আমাদের কথা খুঁজে নিন

   

রেলের উপর হামলা ও ২ বেগম

ইকোনোমিস্ট

দুইদিনের অবরোধে যে ১৪ জন প্রাণ হারায়েছে, তাদের মাঝে বড় অংশ নিরীহ সিটিজেন: এরা যেভাবে হামলার শিকার হয়েছে, বাকী ১৭ কোটীর মাঝে যেকোন জন এ ধরণের হামলার শিকার হতে পারে; সুতরাং, এটার সমাধান বের করা দরকার; আরেকাংশ প্রাণ হারায়েছে অবরোধের পক্ষে বা বিপক্ষে গিয়ে, এরা বাঁচলে লাভবান হওয়ার কথা ভেবেই এ ধরণের রিস্ক নিয়েছে; আমি এদের নিয়ে চিন্তিত নই। নিরীহদের স্বল্পমেয়াদী সমাধান হলো: অবরোধ, হরতাল এর সময় অকারণে বের না হওয়া, ও খেয়াল রাখা যেন নিজ গৃহে আক্রান্ত না হোন; আক্রান্ত হলে নিজকে রক্ষা করার সব চেস্টা করা; আর দীর্ঘমেয়াদী সমাধান হলো, সবাই একত্রিত হয়ে, দুস্টদের বিরুদ্ধে সঠিক ব্যবস্হা নেয়া, যাতে এরা দেশ ত্যাগ করে। এ বছর জাতির জিডিপি কমে আসবে, অর্থাৎ মাথাপিছু আয় কমে যাবে প্রতি সিটিজেনের; এতে মুহিতের বা ড: আতিয়ার, অথবা কোন সরকারী কর্মচারীর বেতন কমবে না; এতে ওরিয়ন, মন্নু সিরাকিক, বসুন্ধরাদের আয় কমবে না, কমবে যারা দৈনিক কাজ করেন বা প্রাইভেটে কাজ করেন তাদের; আমাদের সরকারী কর্মচারী মাত্র ২৬ লাখ, বাকীরা প্রাইভেটে, বা নিজের কাজ করেন। যারা আহত হচ্ছে, এদের একাংশ পংগু হয়ে যাবে, এরা পরিবারের জন্য বোঝা হয়ে দাঁড়াবে, শেষ সামাজিক সমস্যায় অবদান রাখবে। বড় ক্ষতি হচ্ছে রেলের, ইহা জাতীয় সম্পদ হওয়াতে সরকার ইহাকে অবরোধের বিপক্ষে ব্যবহার করছে, অরোধকারীরা ইহাকে ধ্বংস করছে; দুই পক্ষই দায়ী: আমি মনে করি, অবরোধের সময় ট্রেন না চালালে ভালো হতো; এতে যাত্রীদের সামান্য অসুবিধা হলেও জাতির শতকোটী টাকা এইভাবে মহুর্তে ধ্বংস হতো না; আবার জাতীয় সম্পদ ধ্বংস করে যারা অবরোধকে কার্যকরি করছে, তারা জাতির বিরুদ্ধে ভয়ংকর অপরাধ করছে। রেলের অপব্যবহারের জন্য সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দায়ী করা উচিত, আর ধ্বংসের জন্য অবরোধের পক্ষ থেকে বেগম জিয়াকে দায়ী করা উচিত। এরা দুইজনে নির্বাচন উপলক্ষে নগদ হাজার কোটী টাকা লাভ করবে; এ টাকাগুলো এদের থেকে কেড়ে নিয়ে রেলকে গড়ে তোলা সিটিজেনদের দায়িত্ব হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.