আমাদের কথা খুঁজে নিন

   

কাদের সিদ্দিকীকে যুদ্ধাপরাধী বলা মুক্তিযুদ্ধকেই উপহাস করা : আ স ম রব

‘আওয়ামী লীগ না করলেই রাজাকার’ দৈনিক নয়া দিগন্ত কপি করে পেষ্ট জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, মুক্তিযুদ্ধের অন্যতম সিপাহশালার বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তমকে যুদ্ধাপরাধী বলা মুক্তিযুদ্ধকে উপহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে চরম অপমান করার শামিল। এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ মন-ব্যের জন্য শওকত মোমেন শাহজাহানকে জাতির কাছে ক্ষমা প্রার্থনায় বাধ্য করার জন্য তিনি আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল এক ব্বিৃতিতে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন এ আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের দৃষ্টিতে কোনো মুক্তিযোদ্ধা যদি আওয়ামী লীগ না করেন তা হলে তিনিও রাজাকার হয়ে যান, আর কোনো রাজাকারও যদি আওয়ামী লীগ করেন তাহলেই তিনি মুক্তিযোদ্ধা। তাদের এ দৃষ্টিভঙ্গির কারণেই স্বাধীনতা-উত্তর মুক্তিযুদ্ধের শক্তি ও জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। স্বাধীনতাবিরোধী শক্তি সংগঠিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় পর্যন- আসীন হওয়ার সুযোগ পেয়েছে।

তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় মেজর এম এ জলিল ও কর্নেল তাহেরসহ যারা দেশের অভ্যন-রে থেকে ছাত্র-যুবক-কৃষক-শ্রমিকদের সংগঠিত করে প্রশিক্ষণ দিয়ে মুক্তিযোদ্ধায় পরিণত করেছেন এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেছেন, কাদের সিদ্দিকী ছিলেন তাদের অন্যতম। তিনি নিজে ২২ থেকে ২৩ হাজার মুক্তিযোদ্ধা তৈরি করে এ বিশাল বাহিনীর নেতৃত্ব দিয়ে অসংখ্য সম্মুখ সমরে অংশ নিয়েছেন। নেতারা বলেন, কাদের সিদ্দিকীর বিরুদ্ধে শওকত মোমেন শাহজাহানের যে অভিযোগ করেছেন, তা একমাত্র রাজাকাররাই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করে। মুক্তিযুদ্ধের সময় কাদেরিয়া বাহিনীর নাম শোনেনি এমন একজন বাঙালিও খুঁজে পাওয়া যাবে না। কাদের সিদ্দিকীর বীরত্বের জন্য সারা দেশে তাকে ‘বাঘা সিদ্দিকী’ নামে অভিহিত করা হতো।

এর ফলে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফিরে এসে কাদের সিদ্দিকীকে আলিঙ্গন করে তার কাছ থেকে অস্ত্র জমা নিয়েছিলেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের দায়িত্বশীল নেতা মোহাম্মদ নাসিমের সামনে শওকত মোমেন শাহজাহানের এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ মন-ব্য সত্যিই বিস্ময়কর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.