আমাদের কথা খুঁজে নিন

   

একটি ইসলামিক ইবুক ডাউনলোড করুন(৯)

চেষ্টা করছি ভাল কিছু তৈরী করতে............................ তাকী ওসমানীর অমূল্য বয়ান নিয়ে সংকলিত ইসলাহী খুতুবাত এর ৬ নম্বর খন্ড প্রকাশিত হল। আসা করি পাঠকের ভাল লাগবে। তাওবাঃসকল গুনাহর প্রতিষেধক যদি আমাদের মাঝে গুনাহ এর প্রতি আকর্ষন না থাকে,তাহলে গুনাহ থেকে বেচে থাকার সার্থকতা কোথায়?গুনাহর প্রবনতা এবং গুনাহ-বিরোধী শক্তি যদি বিরোধে জড়তে না পারে তাহলে আমাদের সাফল্য বুঝা যাবে কি করে?অন্তরে গুনাহর তাড়না দাপাদাপি করবে,কিন্তু মানুষ আল্লাহর বড়ত্ব ও ভয়ের মাধ্যমে তার মোকাবেলা করবীবং বিজয়ী হবে-মানুষ তখনিই তো মানুষ পরিপূর্ণ মানুষ হবে। মাপে কম দেয়া এবং অপরের অধিকার ক্ষুন্ন করা এই যে আজ আমরা যে দুর্দশার শিকার,বিশ্রী,বিরক্তিকর হতাশার জীবন আজ আমাদের তাড়িয়ে বেরাচ্ছে এবং আল্লাহর গযব আমাদের উপর বিরামহীনভাবে পড়ছে- কেন এমনত হচ্ছে?কেন আমাদের জান মাল ইজ্জত আজ নিরাপদ নয়। এর কারন হল আমরা আমাদের রাসূলের শিক্ষা ছেড়ে দিয়েছি।

বেচা কেনা লেনদেনসহ সব জায়গায় আমরা ধোকাবাজী করছি। মাপে কম দেয়া,ভেজাল মিশ্রিত করা এবং জাতীয় নানা প্রতারনার জালে আমরা আটকা পড়েছি। ফলে আজ সমাজটা নিরাপত্তাহীনতা ও অশান্তিতে করুন ও কাতর হয়ে পড়েছে। মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা কোথায়? এটা সত্য যে আমরা আজ জাতি হিসেবে পতনের দিকে ধাবমান। আবার এটাও বাস্তব যে এ পতনের ভিতরেও মুসলিম উম্মাহর মাঝে অনুভূত হচ্ছে নব জাগরনের সুর।

সুতরাং হতাশা ও নিরাশায় একবার নিথর হয়া যেমন আমাদের উচিত না। তেমনি ইসলামী জাগরনের নিরেট কিছু নিরেট শ্লোগান ও শিরনাম দেখে আশায় বুদ হয়ে বসে থাকাও শোভোনীয় নয়। বরং শঙ্কা ও আশা এই আলো আধারিতে যেহেতু আমাদের অবস্থান সেহেতু বিষয়টিকে এভাবেই দেখা উচিত। প্রশ্ন হলো ইসলাম প্রতিশ্ঠার আন্দোলন ও সংগঠনগুলোর এ নির্মম পরিস্হি্তির শিকার হচ্ছে কেন?জাগানিয়া আন্দোলন,সুশৃঙ্খল সংগঠন,অগনিত প্রচেষ্টা,সময় ও শক্তি ব্যায়ের অদম্য স্পৃহা কেন ব্যর্থ হচ্ছে? এটি এমন এক জিজ্ঞাসা যা নিয়ে আজ মুসলিম উম্মাহর প্রতিটি সদস্যকে ভাবা উচিত। ডাউনলোড লিঙ্ক- ইসলাহীখুতুবাত-৬ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.