আমাদের কথা খুঁজে নিন

   

প্রজাপতি'র প্রযোজক/পরিচালকদের বিরুদ্ধে মামলা করা উচিত

দিনের শেষে আমরা সবাই একা... গত এক বছর ধরে আমরা বন্ধুরা প্রজাপতি মুভিটা'র জন্য অপেক্ষা করছি। আশা ছিল গানগুলো যেহেতু ভালো মুভিটাও কমপক্ষে থার্ড পারসন থেকে ভালো হবে। তো গতকাল ৪ঃ৩৫ এর শো'র জন্য সকালে গিয়েই ৭টা প্রিমিয়াম টিকিট কিনে নিয়ে আসি। অফিস থেকে ১ ঘন্টা'র ছুটি নিয়ে ৪টায় বের হই, যখন সিনেপ্লেক্সের ২নং হলে ঢুকি তখন ১৫ মিনিটস চলে গেছে, কিন্তু আসল মজা তখনো বাকি। মুভি যতই এগুতে থাকে আমরা ততই বিরক্ত হতে থাকি। আমার কয়েকজন বন্ধু তো কিছুক্ষণ দেখেই বের হয়ে যায়। এরকম একটা ফালতু ছবি'র জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি ভাবতেই খারাপ লাগছে। ইচ্ছে হচ্ছে প্রজাপতি'র প্রযোজক/পরিচালকদের বিরুদ্ধে মামলা করতে। আপ্নারা যারা ভাবছেন মুভিটা হলে গিয়ে দেখবেন তারা আরো কয়েকবার ভেবেই যাবেন আশা করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।