আমাদের কথা খুঁজে নিন

   

প্রজাপতির খামার

। । । ক্লান্তি আমায় ক্ষমা করো । ।



ছোটবেলায় "তিন গোয়েন্দা" পড়ার আইডিয়াটা মাথায় আসে। প্রজাপতির খামার। সেই থেকে মনে আকাঙ্খা - নিজে একটি প্রজাপতির খামার করবো। খামার না হলে, অন্তত: ছোট্ট একটি খাঁচা! ইস্... ভার্সিটিতে উঠে এক বন্ধুকে কথাটা বলেছিলাম।

আমার স্বপ্নকে তুচ্ছ করে সে হেসেছিল। প্রজাপতির চেয়ে তার হাসিটি ঐ মুহুর্তে বেশী ভালো লেগেছিল...। পাতায়ার নংনুচ গার্ডেনে গিয়ে খুঁজে পেলাম - প্রজাপতির বাগান। শত শত নানান রঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে... অদ্ভুত ভালো লাগায় হারিয়ে গিয়েছিলাম। ভালোলাগাটুকু এখন ক্যামেরাবন্দি! বাকী সব মনের ভেতর... *************** এই লেখাটি পড়ে ব্লগার mvw`K একটি [link|http://www.somewhereinblog.net/lensblog/post/17498|


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।