আমাদের কথা খুঁজে নিন

   

ভিক্ষাবৃত্তি

আইসা গেসি মাম্মা...। আমাদের দেশের নিম্নবিত্ত মানুষের মধ্যে এক ধরনের ভিক্ষাবৃত্তির মনোভাব রয়েছে। এই পর্যায়ের ব্যক্তিবর্গের মাঝে চেয়ে খাওয়ার প্রবণতা মারাত্মক ! তারা যে পেশাতেই থাকুক না কেন মানুষের কাছে হাত পাতবেই। কাজের বুয়া,দারোয়ান,ড্রাইভার,ভ্যান চালক ইত্যাদি পর্যা্য়ের লোকগুলোকে আাপনি যতই নায্য পাওনার বেশি করে দিন না কেন তারা আপনার কাছে কিছু টাকা বেশি চাইফবেই !! এটা এক ধরনের ভিক্ষাবৃত্তি ব্যতীত কিছুই নয়। আমার প্রশ্ন, যদি তারা ভিক্ষুকসুলভ আচরণ করবেই তবে কেন পেশাবৃত্তিতে এসেছে? মানুষ পেশাবৃত্তি করে মর্যাদা নিয়ে চলার জন্য।

আর এই কি তাদের ব্যক্তিত্ব ?? কোন কোন ক্ষেত্রে এরা আাপনাকে জিম্মি করে টাকা চাইবে। আাপনার অনিচ্ছে সত্তেও দিতেই হবে। বলবে, "খুশি হইয়া কিসু বেশি দিবেন না?? " । আর এ ব্যাটা আমি খুশি হইলে তো আমি নিজেই দিব। তোর চাইতে হবে কেন? ঈদ আসলে বেতন হিসেবে যা বাড়তি পাওয়া হয় তার সবটুকু্ই যায় এদের পিছনে।

হোটেল এ খেতে গেলে সার্ভিস দেওয়ার নাম নাই, কিন্তু বিল দেওয়ার সময় বেয়ারা রা কেমন ভিক্ষুক এর মত চেয়ে থাকে। সার্ভিস ভাল না লাগলেও টিপস্ দিতে হয়। এদের ব্যক্তিত্ব বলতে আসলে কিছু নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.