আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্ঠুরতার ভিক্ষাবৃত্তি বন্ধ হোক

সব কিছুর মধ্যেই সুন্দর খুঁজে পেতে চেষ্টা করি............

নিষ্ঠুরতার ভিক্ষাবৃত্তি বন্ধ হোক প্রায়শ দেখা যায়, বিভিন্ন ওভারব্রিজ ও ফুটপাতের ধুলো-বালির ওপরে বস্ত্রহীন অবস্থায় পুরাতন থালা-বাটির পাশে মায়ের কোলে থাকে এমন বয়সের শিশু একাকী হাত-পা ছুঁড়ে কান্নাকাটি করছে। ব্যস্ত এ-সমস্ত জায়গায় অনেকে এ-দৃশ্য দেখে দয়া-পরবশ হয়ে টাকা-পয়সা দিচ্ছে। কাছে লুকিয়ে থাকা শিশুটির পক্ষের কেউ হঠাৎ এসে সেই টাকা-পয়সা লুফে নিচ্ছে। ঢাকা মহানগরীর ফার্মগেট ওভারব্রিজ ও এখানকার ফুটপাতে এরকম দৃশ্য চোখে পড়বেই। প্রখর রোদ ও বৃষ্টিতেও সারাক্ষণ শিশুদের এভাবে রেখে যারা অর্থ উপার্জন করে তারা মানুষ নামের কলঙ্ক। রোজগারের জন্য নির্দয়ভাবে পথচারীদের পায়ের কাছে ফেলে রাখা এসব হতভাগা শিশুর আর্তনাদ শুনে কারো মন কি বিচলিত হয় না? হোক না ওই শিশুগুলো কোনো হত-দরিদ্র পরিবারের দুর্ভাগা সদস্য। এই নিষ্পাপ শিশুদের যন্ত্রণা-দুর্দশা লাঘবে আমাদের করণীয় কি কিছুই নেই? দেশের অসহায় শিশুদের অধিকার রক্ষায় যারা দেশ-বিদেশে সোচ্চার তাদের কর্ণকুহরে এই শিশুদের কান্না কি পৌছে না? আসুন আমরা কেবল নীরবে দু-এক টাকা দান করে এ শিশুদের কষ্ট দীর্ঘায়িত না করে বন্ধ করি এই নির্মম ব্যবসা। আইন প্রয়োগকারী সংস্থার লোকজন ঐ সব শিশুদের ভিক্ষার টাকায় নিয়মিত ভাগ বসায়। যথাযথ কঋপক্ষের কাছে সনির্বন্ধ অনুরোধ-এই দুষ্ট চক্রের এহেন নিষ্ঠুরতা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.