আমাদের কথা খুঁজে নিন

   

নিজের ছবি দিয়ে থীম তৈরি। জাভা মোবাইলেই থীম তৈরি করুন॥

আমরা জাবেদবিডিএর কাছ থেকে শিখেছি কিভাবে ওয়েবসাইটে ঢুকে নিজের মোবাইলের জন্য থীম তৈরি করা যায়। সেখানে ওয়ালপেপার ও স্ক্রীনসেভারের ছবি আপলোড করতে হয়। যারা মোবাইলে নেট ব্যবহার করে তারা অবশ্যই হিসাব করে খরচ করেন। কিন্তু যদি আপনাদের মোবাইলেই সেরকম থীম তৈরি করতে পারেন ইচ্ছেমত তাও আবার কোন মেগাবাইট না পুরে তাহলে কেমন হয়? ওহ, খালি খালি প্যাঁচাল বাড়াচ্ছি। আপনার জাভা সমর্থিত মোবাইলে এই সফ্টখানা ইনস্টল করুন।

CREATEএ গিয়ে থীমটি যেখানে Save হবে সেই ফোল্ডার নির্বাচন করে OK করুন। যে থীমটি তৈরি হতে যাচ্ছে তার একটা Name দিন। পরবর্তীতে Name.nth নামে নির্বাচিত ফোল্ডারে থীমটি সঞ্চয় হবে। এখন Optionsগুলো দেখে দেখে এক এক করে থীমের রং, মেনু আইকন, ওয়ালপেপার, স্ক্রীনসেভার, কলিং টোন, ওয়েটিং আইকন, ইত্যাদি নির্বাচন করুন। সব নির্বাচন শেষে আবার create চাপুন।

যতবার মেমরীকার্ডে এক্সেস করতে চাইবে ততবার yes করবেন। ব্যস, তৈরি হয়ে গেছে থীমটি। এই সফ্ট দিয়ে তৈরি করা থীম শুধুমাত্র .NTH হবে। তাই এই থীম .NTH সমর্থিত মোবাইলে সেট করা যাবে। এই সফ্ট সকল জাভা সেটে চালানো যাবে।

এখানে যে মানের ছবি দিবেন থীম তৈরির পর ঠিক সেই মানের ছবি দেখাবে। এতটুকুও ঘোলাটে হবে না। লিঙ্কটা দিয়েই দিলাম। just clic to Download build_nth.jar size: 113kb এখন যত খুশি যুতসই থীম বানান বিনা খরচে; আর কমেন্ট করেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.