আমাদের কথা খুঁজে নিন

   

কালাই রুটি

দুনিয়াতে শুধু দুই প্রকার মানুষ আছে। একদল ভাল, একদল খারাপ। এর বাইরে আর কোন বিভেদ নাই। >>চায়ের স্টলে একখান ঢাকাইয়্যা পোলারে কইলাম "কালাই রুটি খাওনের ইস্যা হইসে। খাওয়াইতে পারবি ?" ঐ পোলা তার সুদৃশ্য বান্দর মুখখানা শিম্পাঞ্জি মুখ বানাইয়া পাল্টা কোশ্চেন করে, "এইডা কি জিনিসরে ভাই ?" >>"খাইছে, কালাই রুটি চিনোস না ? খাইতে হেভি মজা। হার্ঘে চাঁপাইয়ে শীতের সকালে কালাই রুটির সাথে লবন-মরিচ বাটা চাটনি, বেগুণ ভর্তা আর ধইন্যা পাতের চাটনি দিয়্যা হারা খাই। "গোস" থাকলে আরো "জোস" বাট ঐডাতো ধনী পাবলিকগো ব্যাপার স্যাপার। তয় তোগো মতন শিম্পাঞ্জি পাবলিকের লাইগ্যা জিনিসটা খুব একটা ভালা না।" >>"ভালা না ক্যান ?" "সমস্যা হইলো গিয়া, খাওনের পর তোর পিছন দিক দিয়্যা বাস্প উদগীরন স্টার্ট হইতে পারে এন্ড বুকে জ্বালানী গ্যাস প্রোডাশন হওয়ার সম্ভাবনা শতভাগ।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।