আমাদের কথা খুঁজে নিন

   

একদিন ভোরে

বুকের ভেতর আগুন জ্বালাও একদিন ভোরে ঘুম ভেঙে দেখবে আমি এক সুর্দশন পোকা হয়ে গেছি, বসে আছি তোমার আঙুলের ডগায়, ভোরের নরম আলোর স্নিগ্ধ উঞ্চতায়, তোমার শাদা আঙুলে আমার চুমো, স্বরন করায়ে দিবে ,কে ছিলাম আমি? কার নিশ্বাস পড়েছিল তোমার ঘাড়ে? তোমার পায়ে আমার পুস্পান্জলী, পূজারী আমি, সুদর্শন পোকার দেশে, সোনালী ধান ক্ষেতে, আমার ওড়াওড়ি,ডানা ছড়ানো আর তোমাকে ঘিরে আমার বূত্ত রচনা,প্রতিক্ষন প্রতিটি ভোরে, প্রতিটি রাতে ছায়াপথ ঘিরে তুমি ওড়ছ, আমি ওড়ছি, আমি ঢলে পড়ছি, তুমি টেনে তুলছ, আমি বূত্ত রচনা করছি তোমাকে ঘিরে, তোমার ডানায় স্নিগ্ধ আল্পনা, আমার চোখে পেরেক ঠুকে পরিয়ে দিচ্ছ ঘুম স্নিগ্ধ ,বিষন্ন প্রশান্তির ঘুম, আমি তাই হাসতে পারছিনা,কাদতে পারছিনা স্বপ্নে শুধু তোমাকেই দেখছি হাত বাড়িয়ে দিচ্ছি, পারছিনা ধরতে আরো দুরে,ছায়াপথ ছারিয়ে আরো অযুত নিযুত কোটি ছায়াপথ পেরিয়ে আমার হাত চলে যাচ্ছে দুরে পারছিনা ছুতে পারছিনা ধরতে তোমার ডানায় ফড়িং এর ক্ষিপ্রতা আমার দেহে চিরদিনের ক্লান্তি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.