আমাদের কথা খুঁজে নিন

   

যারা নির্লজ্জের মতো কোটার পক্ষে সাফাই গাচ্ছেন তাদের চেহারার উপর থুতু দিলাম

স্বপ্ন দেখতে ভালোবাসি । তবে স্বপ্ন দেখা নিয়ে কিছুদিন যাবত একটা সমস্যা হয়ে গেছে । নতুন দেখা স্বপ্নগুলো কেন যেন পূরণ হচ্ছে না খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে এই আশাতেই আছি । অনেকে দেখছি কোটার পক্ষে সাফাই গাচ্ছে । ডাক্তার আইজু নামের অতি পাকনা লোকটারও একটা লেখা দেখলাম যা এখনই আবার পাচ্ছি না।

এদের প্রধান সমস্যা হলো এরা নিজেকে অতি বড় পন্ডিত ভাবেন আর যোগ্যতা হলো সব ব্যাপারে উল্টো সুরের পাকনা কথা বলেে নিজেদের জ্ঞানী প্রমান করতে চায় । মুক্তিযোদ্ধা কোটা দিলে তার তো একটা মাত্রা থাকা উচিত নাকি? সব মিলিয়ে কোটা ধরছেন ৫৬%, মুক্তিযোদ্ধা ৩০% .... আর গ্রামের যেই পোলাটা হলের বারান্দায় কুত্তার সাথে থাইকা ( আমার নিজের চোখে দেখা। সূর্যসেন হলের বারান্দায় খুব সকালে একদিন যাবেন) টিউশনি করে খেয়ে না খেয়ে ,সকাল ৬টা থেকে লাইব্রেরির দরজায় দাড়িয়ে থেকে, দিনে দুই বেলা ভাত আর একবেলা চিড়া খেয়ে অমানুষিক পরিশ্রম করে একমাত্র কোটার জন্য চাকরি পায় না তার কষ্টটা কে দেখবো?? মুক্তিযোদ্ধার নাতিরা মানুষ আর এরা মানুষ না? মানুষ না হলে ওদের নাগরিকত্ব কেড়ে নিয়ে দেশ থেকে বের করে দেয়া হোক । মুক্তিযোদ্ধাদের সম্মান অনেক উপরে। তাদের রাষ্ট্রীয় ভাতা বাড়ান, অন্য আর্থিক সুবিধা দেক, স্বাস্থ্য বীমা করান কিন্তু আরেকটা ছেলে বা মেয়ের পেটে লাথি মারা হবে কেন? আর ভূয়া সার্টিফিকেট কত হাজার তার হিসেব আছে? মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই দেশ কেবল তার নাতি নাতকুর দের ভবিষ্যৎ সুবিধা বাগানোর জন্যে করে নাই ।

তারা যুদ্ধ করছে নিঃস্বার্থভাবে দেশের জন্যে । তাদের উদ্দেশ্য আর যাই হোক কোটা বাগানোর ব্যবস্থা করে যাওয়া না । এসব করা হইছে রাজনৈতিক কারণে। স্বাধীনতার ৪২ বছর পর কোটা রাখা মানে কিছু লোককে নাকে তেল দিয়ে আরো অযোগ্য হয়ে থাকার পারমিশন দেয়া । আর মানুষের কি লজ্জা করেনা নিজের মেধার উপর ভরসা না রাখতে পেরে কোটার নিচে ঢুকতে? কোটা একমাত্র নিতে পারে উপজাতিরা ।

কারণ রাষ্ট্র তাদের এখনো সমতলের মানুষদের পর্যায়ের সসুবিধা দিতে সমর্থ না বা দেয় না। আর যারা কোটার পক্ষে তাদের এতোই যখন দরদ, মুক্তিযোদ্ধারা নিজে যখন না খেয়ে মরে তখন এতো পাকনা কথা কই থাকে? আপনাদের মতো বড়লোকের দামড়া পোলারা ফ্যান, এসির নিচে বইসা ফটরফটর বহুত করতে পারে, দুনিয়ার সব ব্যাপারে নিজের দিগ্বিজয়ী দিগম্বরী মতবাদ জানাতে পারে । এইগুলা ভন্ডামি ,আর কিছু না। দেশের চারপাশে ভালোমতো দেখেন মানুষ কেমনে বাঁচে , একবার বিসিএস দিয়া ৭৬ নম্বার পেয়েও ঐ টুঁটের কোটার জন্য বাদ হয়ে দেখেন কেমন লাগে, তারপর ডায়লগ ছাইরেন । মানুষের জীবন কেমন তা বুঝেন আগে ।

চুতিয়ামি, বুদ্ধিবেশ্যাগিরী অনেক করছেন । এসব ফপরবাজি বাদ দেন এখন । মানুষ হোন । আমি কখনোই এমন ভাষায় কথা বলি না। প্রচন্ডতম রাগ লাগছে কিছু সেলেব্রিটি নামের দালাল আর কিছু পরিচিত মানুষের কোটার পক্ষে নির্লজ্জ সাফাই দেখে ।

এরা আমার পরিচিত হোক, বয়সে বড় হোক এসব মানুষ সম্মান পাওয়ার যোগ্য না । থুতু দিলাম সবগুলার উপর । থুঃ! বলছি না কোটা শতভাগ বাদ দিতে হবে । বাংলাদেশে উপজাতি সহ সুবিধা না পেয়ে প্রতিযোগিতায় পিছিয়ে থাকাদের জন্যে এটা দরকার আছে । তবে দাবী একটাই কোটা ২০% এর নিচে নামানো হোক ।

আর শিবির বলে সাধারণ ছেলেগুলোর উপর পুলিশ, ছাত্রলীগ যে হামলা করলো আজ তা মানুষ ইলেকশনেই বোঝাবে । পাঁচ সিটি করর্পোরেশনে জুতা খাইছে না? এবার খাবে সারাদেশে!! সামনে যে সরকার এই সরকারের মতো সুর করবে তারাও । জাস্ট ওয়েট এন্ড সি!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।