আমাদের কথা খুঁজে নিন

   

নির্লজ্জের চেঁচামেচি



মাতাল দেলওয়ার ঘেউ ঘেউ শুরু করে দিয়েছে। কারণ বর্তমান সরকার মূল সংবিধানে ফিরে যাওয়ার প্রচেষ্টা শুরু করেছে। দেলওয়ার বলছে যে ক্ষমতায় পাকাপোক্তভাবেই থাকার জন্য বর্তমান সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে। তাহলে মাতালের কাছে প্রশ্ন সে এবং তার বাপ চোরা জিয়া (পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছিল বলেই চোরা) মিলে ক্ষমতার চির-বন্দোবস্ত করার মানসে জনগণের কোনরূপ মতামত না নিয়েই যেভাবে সংবিধানকে কাটাছেঁড়া করেছে, তা কোন্ মহৎ উদ্দেশ্যে করেছিল, তারপরও ত তার বাপ-মায়েরা ক্ষমতায় চিরস্থায়ীত্ব লাভ করতে পারলো না। অসৎপথে ক্ষমতা ধরে রাখার কম অপপ্রয়াস ত আর তার মা খালেদাও কম করে নি।

তাই ত চরিত্রে জোর না থাকার কারণেই দেশের লোকের সাথে প্রতারণা করে আরেক স্বৈরাচারী নায়ক এরশাদের মন ভুলিয়ে ভালিয়ে আদায় করে নেওয়া ক্যান্টনমেন্টের রাজকীয় আবাস ছেড়ে দেওয়ার মত সাহসও দেখাতে পারছে না। আবার অন্যদিকে জনগণের ম্যাণ্ডেট-কে পদদলিত করে সংসদও বর্জন করে চলেছে দেলওয়ার ও তার দলের সাংসদগুলো। চোরারা নির্লজ্জের মত সংসদে প্রথম সারির আসন দাবী করেই চলেছে। কিন্তু জনগণ যে চোরদেরকে প্রথম সারিতে দেখতে চায় না, এটাও মাতাল দেলওয়ার ভুলে গেছে। এই মাতালদের মাতলামো বন্ধ করা না গেলে এ জাতি কক্ষণো সুমুখের দিকে এগুতে পারবে না।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।