আমাদের কথা খুঁজে নিন

   

সন্ত্রাসি কর্মকান্ডে লিপ্ত হওয়ায় কুরবাণির মহিষকে নেয়া হলো থানায়,শাস্তি হিসেবে দান করে দেয়া হলো মাদ্রাসায়। (হাহাপগে)

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ আজ রাত ১০টায় এটিএননিউজ এর একটি খবর দেখে পুরাইটাস্কি খাইয়া গেলাম। নিউজ রিডারও তার হাসি চাপা রাখতে পারল না। ঘটনা হলো: ঢাকার একটি অভিজাত পরিবার আজ একটি মহিষ কুরবানি দিতে যায়, কিন্তু মহিষটি ঘাওরা টাইপের ছিল, আর ছিল বেশ শক্তিশালী। ১৫/১৬ জন মিলে সেটিকে মাটিতে শুয়াতে ব্যার্থয় হয়, ধস্তা ধস্তির এক পর্যায়ে মহিষটি রশি ছিড়ে রাস্তার দিকে ছুটে যায়।

রাস্তায় সে সামনে যা পায় তাকেই আক্রমন করতে থাকে। গাড়ি, মানুষ কাউকে সে ছাড় দেয় নি। এতে এক ব্যাক্তি গুরুতর আহতও হয়েছে। অনেক ক্ষয়খতিও করেছে। পরে থানা থেকে পুলিশ এসে সেটিকে ধরে থানায় নিয়ে যায়।

এবং দীর্ঘক্ষন আটক করে রাখে। প্রায় ১০ ঘন্টা পরে এটিকে মাদ্রাসায় দান করে দেয়া হয়। মাদ্রাসার হুজুর বলেন, আমরা বিজ্ঞ ১২/১৩জন কসাই এনে এটাকে ধরে বেধেঁ মাদ্রাসায় নিয়ে আসি। নিউজ রিডার হাসতে হাসতে বলতে ছিল, মিহিষটি কি সন্ত্রাস ছিল নাকি মানষিক অসুস্থ ছিল সেটা কিন্তু কোন ডাক্তার ডেকে পরীক্ষা করা হয় নি। সন্ত্রাসি কর্মকান্ডে লিপ্ত হওয়ায় কুরবাণির মহিষকে নেয়া হলো থানায়,শাস্তি হিসেবে দান করে দেয়া হলো মাদ্রাসায়।

(হাহাপগে) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।