আমাদের কথা খুঁজে নিন

   

আমার হারানোর কিছু নেই । তাই আমার কোন ভয় নেই ।

প্রদীপ হালদার,জাতিস্মর। আমার হারানোর কিছু নেই । তাই আমার কোন ভয় নেই । আমি সঙ্গে করে কিছু আনি নি । সব কিছু এখানে এসে পেয়েছি ।

এই পৃথিবীতে এসে সবই পেয়েছি । এই পাওনা জিনিস হারিয়ে গেলে আমার কোন দুঃখ নেই । আমি তো সঙ্গে করে কোন কাজ নিয়ে আসি নি । এই পৃথিবীর নিয়ম মেনে আমাকে দু মুঠো ভাতের জন্য কাজ করতে হয় । সেই কাজ করতে গিয়ে কোন ভুল হলে , সেই ভুলটাকে দেখিয়ে কেউ কাউকে কাজ থেকে বহিষ্কার করতে চাইলে সে কি করবে ? অন্যেরা কাজটাকে বজায় রাখার জন্য অন্যের অনেক অপরাধ সহ্য করে ।

আর আমি বলবো - এই বড় পৃথিবীতে মানুষের কাজের অভাব নেই । জন্ম থেকে কেউ অপরাধী নয় । সব মানুষই ভালো । কোন মানুষই খারাপ নয় । মানুষকে খারাপ বানানো হয় ।

আবার কেউ নিজের থেকে খারাপ হতে চাইলে আমার আপনার করার কিছু নেই । বাজারে কত রকমের মাছ ওঠে অথচ সব মানুষ এক রকমের মাছ কেনে না । সবাই একই রকমের খাদ্য খাবার খায় না । তাই সবাই এক রকমের কাজ করে না । সবার মধ্যে হারানোর ভয় থাকে ।

এই ভয়ে অনেকে অনেক কিছু করতে পারে না । মৃত্যুর সময় সব কিছু ফেলে যেতে হবে। তাহলে ভয়টা কোথায় ? কাজ গেলে কাজ পাবেন না ? এত বড় পৃথিবীতে কাজের অভাব ? দু মুঠো ভাত জুটবে না ? সব আছে। ভয় তাড়া করে বেড়ায় । মৃত্যুর চেয়ে বড় ভয় আছে কি ? মৃত্যুকে ভয় না করলে কোন ভয় থাকবে না ।

মৃত্যুর ভয় জয় করলে পৃথিবীর সব ভয় চলে যাবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।