আমাদের কথা খুঁজে নিন

   

কলমের কালি শুকিয়েছে কবে.....

আমি আর লিখতে পারি না জানো, কলমের কালি শুকিয়ে গেছে সে কবে আগে যখন হাতে নিতাম কলম তোমার চোখের লুকিয়ে থাকা শব্দগুলো তোমার অনুচ্চারিত না বলা কথারগাথুঁনী আমি ঠিকই অবলীলায় লিখে ফেলতাম। আজকাল ভীষণ ইচ্ছে হয়- কলমখানা হাতে তুলি, মুখ ফোঁটে যা হয়নি বলা লিখে রাখি। কলমের সাথে মনের যে কী শত্রুতা তুমি হয়তো বা জানো না, জানবার কথাও না, রঙ্গিন কালির আচঁড়ে রচিত চিরকুট আর হয় না তো লিখা, তাই শুকিয়েছে কলমের কালি। ভালোবাসায় মন দেয়া-নেয়ার মাঝে রোমান্টিকতায় হারিয়ে কলমে তুফান উঠতো, তোমায় নিয়ে লিখতাম ভালাবাসার জয়গান তুমি পড়তে আর হাসঁতে জানো, তোমার যে হাসিঁতে লুকিয়ে থাকা ভালোবাসার পংক্তিমালা- আমি লিখতাম আর কলমের কালি সেতো শেষ হবার নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।