আমাদের কথা খুঁজে নিন

   

উপহারের কলমের লেখা

আমি লিখতে চাই...................

গতকাল সন্ধায় একটা দৈনিক পত্রিকার জন্মদিনের দাওয়াত ছিলো। বেশ ভুরিভোজ করালো তারা আমন্ত্রিতদের। অনেককে সীকৃতি দিলো, কাউকে করলো দান। তো খাওয়া শেষ করে হল থেকে যখন বের হচ্ছিলাম তখন একজন বললেন - এক্সকিউজ মি স্যার, আপনার ইনভাইটেশন কার্ডটা একটু দিবেন? আমি স হাস্যে তার হাতে দিলাম। ও মা! সে আমার হতে বেশ সুদৃশ্য একটি ব্যগ ধরিয়ে দিলেন।

আমি জনতে চাইলাম - কি আছে এর মধ্যে? - আপনাদের জন্য সামান্য উপহার স্যার। আমি চমৎকৃত হলাম। কোন পত্রিকার জন্মদিনে আমন্ত্রিত হয়ে এই প্রথম এলাম। সাধারণত জন্মদিনের দাওয়াতে গেলে আমরা সামর্থ অনুযয়ী কিছুনা কিছু নিয়ে যাই। কিন্তু এ যে একেবারে উল্টো! তারাই বরং উপহার দিচ্ছেন।

নিলনায়তন থেকে বেরিয়ে রিক্সায় উঠলাম। গন্তব্য বাসা। কৌতুহল থামাতে না পেরে রিক্সায় বসেই ব্যাগ খুললাম। দেখলাম ভিতরে আজকের (১৬.১০.০৯) একটা পত্রিকা, খুব সুন্দর একটা সিরামিকের মগ যাতে ঐ পত্রিকার লোগো রয়েছে আর ৫ম বর্ষ পুর্তি লেখা রয়েছে দুই পাশে, পত্রিকার লোগো সম্বলিত একটা রাইটিং প্যাড আছে, আর ব্যাগের একদম নিচে রয়েছে একটা চারকোনা বাক্স। খুলে দেখি রুপালী রং-এর একটা কলম, খুব সুন্দর একটা রুপালি কলম।

গায়ে লেখা আমার দেশ। সেই কলম দিয়েই তো লিখলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।