আমাদের কথা খুঁজে নিন

   

আমরা মাদ্রাসার ছাত্র

কোন একদিন আমরা দুই বন্ধু নামায পড়ে রাস্তায় দাড়িয়ে কথা বলছিলাম। হটাত্‍ এক ব্যক্তির মোবাইলে উঁচু আওয়াজে কথা বলার আমরা দুজন কথা বন্ধ করে তার কথা শুনা শুরু করলাম। কারণ তার আলাপচারিতার বিষয় বস্তু আমরা অর্থাত্‍ মাদ্রাসার ছাত্র। সে বলছে যে ,সে নামায পড়তে মসজিদে গিয়েছিল.কিন্তু তার পাশে এক মাদ্রাসার ছাত্র দাড়িয়েছিল । সে আশংকায় ছিল যে তার পকেটে কোন বোমা আছে নাকি! যদি বোমা থাকে তাহলে চাপাচাপিতে ফাটলে তো জীবন শেষ! তারাতারি মসজিদ থেকে বের হয়ে যাই।

বেচারা আমাদের মাদ্রাসার ছাত্রর ভয়ে অস্হির। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে অনেকে ধারনা করে তাদের কাজ শুধু বোমা বানানো আর জনগণের মাঝে ফোটানো। আর স্কুল কলেজের ছাত্ররা শুধুই পড়া লেখা করে! কিন্তু আপনারা বলুন তো. সন্ত্রাস যাদের ছবি সচরাচর পত্রিকা আসে .তাদের কি মাদ্রাসার ছাত্র মতো লাগে ? নাকি স্কুল কলেজের ছাত্রের মতো লাগে? অবশ্যই স্কুল কলেজের ছাত্রের মতো লাগে। তারপরও কেন সাধারন মানুষ মাদ্রাসার ছাত্রদের এত ভয় পায় ? এর একমাত্র কারণ সংবাদ মাধ্যম। তারা আমাদের মাদ্রাসার ছাত্রদের এভাবে মানুষের সামনে সন্ত্রাস .বোমাবাজ হিসেবে মানুষের প্রকাশ করে।

যাতে করে মানুষ ইসলাম থেকে দূরে থাকে। প্রকতপক্ষে মাদ্রাসার ছাত্ররা খুব সাধারন মানুষ। ওদেরকে ভালবাসুন। আল্লাহ তায়ালাও আপনাকে ভালবাসবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.