আমাদের কথা খুঁজে নিন

   

নবান্ন ১৪১৮

আমাদের অনেক বন্ধু নবান্ন উৎসব নিয়ে মেতে উঠেছেন। বকুলতলায় নবান্ন উৎসব জমাবেল সংস্কৃতি কর্র্মীরা। খুব ভাল উদ্যোগ। মধ্যবিত্ত পাঞ্জাবী চড়িয়ে যাবেন। বাংলার কৃষাণীর সাজ ধরে যাবেন মেয়েরা।

আনন্দ হবে। সংস্কৃতির চর্চা হবে। বাঙ্গালী সংস্কৃতি বিকশিত হবে নতুন প্রজন্মের কাছে। কিন্ত নবান্ন তো কৃষকের। কৃষকের জীবনে কি নবান্ন আছে? আমন ধান কাটার পর তাকে পরিশোধ করতে হবে দাদনের পয়সা।

সার বীজের দাম। ধান কেটে উঠানে আসার আগেই কৃষকের ঘরের দোরে অপেক্ষা করবে পাওনাদার। ধানের সোদা গন্ধ নেওয়ার আগেই পাওনাদারের টাকা পরিশোধ করতে গিয়ে তাকে বেচে দিতে হবে কাচা ধান। তাও আবার বাজারের চেয়ে কম দামে। নবান্ন হারিয়ে যাবে তার জীবন থেকে।

অন্নের যোগানদাতাদের ঘরে নবান্ন না থাকলে শহরবাসীর মানুষের নবান্ন উৎসব কৃষকদের জন্য পরিহাস নয় কি? কৃষককে ফিরিয়ে দিতে হবে নবান্ন তবেই না সফল হবে এই উৎসব। আপনারা কি বলেন? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।