আমাদের কথা খুঁজে নিন

   

নবান্ন উৎসব খুঁজি



নবান্ন উৎসব খুঁজি অতীতের মোহন পৃষ্ঠায় যখন আমার ঘরে নেই আর ভাতের সুবাস একদিন ছিল নাকি প্রীতি ফূর্তি মাঠে ও দাওয়ায় জারিগান শুনে পুলকিত নদীতীরবর্তী ঘাস নক্ষত্র অধীর হতো আহা কখন নামবে সন্ধ্যা গাঁয়ের বধূর মুখে কত শান্তি কত না সুষমা ধানের মাড়াই-ধ্বনি, পিঠাপুলি আনন্দ-উপমা জাগর-জমিন_ এই মন তখনও হয়নি বন্ধ্যা! অঘ্রাণে নবান্ন ঘ্রাণ যে পেয়েছে জীবনে একবার জীবনে নতুন গান ও প্রেরণা তার বারেবার ফিরে ফিরে আসে_ এ কথা বলেছে তাকে কাকভোরে একটি গোলাপ মৃতপ্রায় দরোজায় কড়া নেড়ে নেড়ে আমি সেই গোলাপের পাপিড় চুম্বন করে বলি : বাঙালি নবান্ন-মেলা মেলে তার নব নব কলি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।