আমাদের কথা খুঁজে নিন

   

অ্যাসাঞ্জকে সুইডেনে হস্তান্তরের রায়

সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যৌন অপরাধ মামলায় জেরার জন্য সুইডেনে পাঠানোর রায় দিয়েছে লন্ডনের হাইকোর্ট। সুইডেনে হস্তান্তরের বিরুদ্ধে অ্যাসাঞ্জের আপিল নাকচ করে বুধবার আদালত এ রায় দেয়। অ্যাসাঞ্জের আইনজীবীরা এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে চান। এ জন্য তারা সময় পাবেন ১৪ দিন। তবে আবেদন করার জন্য আইনজীবীদেরকে আগে হাইকোর্টের কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন পড়বে।

গত বছর অ্যাসাঞ্জের উইকিলিকস ওয়েবসাইট যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক বার্তা ফাঁস করে দিয়ে বিশ্বজুড়ে হৈ চৈ ফেলে দেয়। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র বিপাকে পড়ে যায়। এতে করে অ্যাসাঞ্জের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে মার্কিন প্রশাসন। ওই ঘটনার পর উইকিলিকসের দু'জন সাবেক সুইডিশ স্বেচ্ছাসেবী অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তোলে। এর পরিপ্রেক্ষিতে সুইডেন সরকার তাদের হাতে অ্যাসাঞ্জকে তুলে দেওয়ার জন্য যুক্তরাজ্যের কাছে অনুরোধ জানায়।

অ্যাসাঞ্জ বর্তমানে যুক্তরাজ্যে নজরবন্দি। -বিডিনিউজ টোয়েন্টিফোর ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.