আমাদের কথা খুঁজে নিন

   

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে নিয়ে চলচ্চিত্র

দ্য বেঙ্গলি টাইমস ডটকম বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী ভিন্ন ধারার ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের কৈশোর ও তরুণ বয়সে হ্যাকিংয়ের নানা কর্মকাণ্ড নিয়ে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে। সিনেমায় এমি অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেতা অ্যান্থনি লাপাগলিয়া একজন গোয়েন্দার চরিত্রে অভিনয় করছেন, যিনি তরুণ হ্যাকার অ্যাসাঞ্জকে খুঁজছেন। গোল্ডেন গ্লোব বিজয়ী অভিনেত্রী র্যাচেল গ্রিফিথস অ্যাসাঞ্জের মায়ের চরিত্রে অভিনয় করছেন। আর অ্যাসাঞ্জ চরিত্রে অভিনয় করছেন চলচ্চিত্র জগতে নতুন আগত অ্যালেক্স উইলিয়ামস। টেলিভিশনে প্রদর্শনের জন্য নির্মিতব্য সিনেমাটির নাম দেওয়া হয়েছে ‘আন্ডারগ্রাউন্ড’।

এটি প্রযোজনা করছে অস্ট্রেলিয়ার টিভি স্টেশন ‘নেটওয়ার্ক টেন’ এবং বিশ্বব্যাপী পরিবেশনের দায়িত্ব নিয়েছে এনবিসিইউনিভার্সাল। ‘আন্ডারগ্রাউন্ড’ সিনেমাটি কিশোর অ্যাসাঞ্জের নেতৃত্বে গঠিত গোপন হ্যাকার গ্রুপের কার্যক্রমের বিভিন্ন ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে। আশির দশকের প্রথম ও শেষ দিকে এই গ্রুপটি গুরুত্বপূর্ণ কিছু সামরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা ভেঙে তথ্য চুরি করে। মেলবোর্নভিত্তিক ওই হ্যাকার গ্রুপটি যখন তাদের হ্যাকিং অভিযান শুরু করে তখন অ্যাসাঞ্জ সবে কিশোর বয়সী। সিনেমাটির নির্বাহী প্রযোজক রিক মেইয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারে যে কারও নিজস্ব মতামত থাকতে পারে।

এই সিনেমাটিতে এমন কিছু গভীর তথ্য উঠে আসবে যাতে অ্যাসাঞ্জ কে?, কীভাবে তিনি আমাদের সময়ের সবচেয়ে আলোচিত ব্যক্তিতে পরিণত হলেন? এসব প্রশ্নের জবাব মিলবে। ’ তথ্যসূত্র- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.