আমাদের কথা খুঁজে নিন

   

টিনটিন ভক্তরা নড়েচড়ে বসুন

বিখ্যাত কমিক চরিত্র টিনটিন৷ শিশুদের কাছে ভীষণ জনপ্রিয় এই অ্যাডভেঞ্চারপ্রিয় চরিত্রটি৷ এবার তাকে হলিউডের বড় পর্দায় নিয়ে আসলেন প্রখ্যাত পরিচালক স্টিভেন স্পিলবার্গ৷ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হয়ে গেলো হলিউডে টিনটিনের প্রথম ছবির প্রিমিয়ার শো৷ ‘দ্য অ্যাডভেঞ্চার অব টিনটিন: সিক্রেট অব দ্য ইউনিকর্ন' নামের এই ছবি সিনেমা হলগুলোতে মুক্তি পেতে যাচ্ছে আগামী বুধবার৷ তার আগে বেলজিয়ামের মানুষ তাদের সবচেয়ে পরিচিত চরিত্র টিনটিনকে লাল গালিচা সম্বধর্না দিলো৷ ব্রাসেলসের এই প্রিমিয়ার শোতে থাকার জন্য প্যারিস থেকে সেখানে ছুটে গিয়েছেন ছবির পরিচালক স্পিলবার্গ৷ দুঃসাহসী কমিক চরিত্র টিনটিনকে সিনেমার পর্দায় আনার ব্যাপারে তাঁর সঙ্গে ছিলেন হলিউডের ‘লর্ড অব দ্য রিংস' ছবির পরিচালক পিটার জ্যাকসন৷ তিনি বলেন, নতুন টিনটিন ছবি হবে শিশুদের ইন্ডিয়ানা জোন্স৷ এখন পর্যন্ত টিনটিন কমিক চরিত্রের ২৪টি পর্ব প্রকাশিত হয়েছে৷ বিশ্বের বহু দেশের লাখ লাখ শিশু-কিশোর টিনটিনের দুঃসাহসিক অভিযানের গল্প পড়ে রোমাঞ্চিত হয়৷ জনপ্রিয় কমিক চরিত্র ব্যাটম্যান এবং স্পাইডারম্যান নিয়ে অনেক সিনেমা হলেও ছবির পর্দায় এখন পর্যন্ত সেভাবে আসেনি টিনটিন৷ সেই অভাব এবার পূরণ করতে যাচ্ছেন স্টিভেন স্পিলবার্গ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.