আমাদের কথা খুঁজে নিন

   

টিনটিন ও রহস্যময় আগুন্তুক

contact@amarcharpash.com হার্জ লিনটনের অমর সৃষ্টি টিনটিনের মোট কমিক্স বইয়ের সংখ্যা চব্বিশটি। এর মাঝে শেষটি 'Tintin and Alph-Art' হার্জ শেষ করে যেতে পারেননি। অবশ্য বেশ কয়েকজন টিনটিন-ভক্ত 'Tintin and Alph-Art' বইটি শেষ করার প্রয়াস চালিয়েছেন। আজ অবশ্য হার্জের অসমাপ্ত 'Tintin and Alph-Art' কমিক্সটি নিয়ে কথা নয় বরং অন্য এক টিনটিন কমিক্সের কথা বলব। সারা বিশ্ব জুড়ে অসংখ্য টিনটিন-ভক্ত রয়েছে।

সেরকমই একজন টিনটিন-ভক্ত ২০০৪ সালে 'হার্জের টিনটিনের' সম্মানে একটি টিনটিন কমিক্স তৈরী করেন। এর নাম 'Tintin & the Mysterious Visitor'। বাংলায় বলা যায়, 'টিনটিন ও রহস্যময় আগুন্তুক'। 'হার্জের অমর সৃষ্টি কমিক্স চরিত্র টিনটিনের' সম্মানে টিনটিন-ভক্তের তৈরী করা এই টিনটিন কমিক্সটি সখের বশে ভাবানুবাদ করি ২০০৭ সালে। কমিক্সটির কথা একদমই ভুলে গিয়েছিলাম।

আজ হঠাৎ কম্পিউটারের পুরনো ফাইল ঘাঁটতে গিয়ে ফাইলটি চোখে পড়ে। ভাবলাম, সবার সাথে শেয়ার করি। হালকা কিছু এডিট আর নিজের নাম জুড়ে দিয়ে টিনটিনের এই কমিক্সটি শেয়ার করলাম। মূল কমিক্স: Tintin & the Mysterious Visitor। বাংলা নাম: টিনটিন ও রহস্যময় আগুন্তুক।

মূল ইংরেজীর প্রকাশনা: ২০০৪ সালে 'টিনটিন ফোরাম' ও 'টিনটিনোলজিস্ট.অরগ'-এর 'টিনটিন-ইউকে' ছদ্মনামের এক সদস্য 'হার্জের অমর সৃষ্টি কমিক্স চরিত্র টিনটিনের' সম্মানে এই কমিক্সটি লিখেন। ♦ মূল ইংরেজী ডাউনলোড লিংক ♦ বঙ্গানুবাদ ডাউনলোড লিংক ○ প্রয়োজনীয় লিংক: জলিয়ন ওয়াগ । ○ টিনটিন কমিক্সের সত্ত্বাধিকারী 'Moulinsart' এধরণের অ-বাণিজ্যিক ট্রিবিউট জাতীয় টিনটিন কমিক্স প্রকাশে কোন বাধা দেয় না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.