আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার টিনটিন ভাইয়ের কথায়,একটু খানি দুঃসাহস দেখালাম( একটি আজাইরা ছবিব্লগ)(বিরক্ত করার জন্য টিনটিন ভাই দোষী)

আমি এত তাড়াতাড়ি কোথাও যেতে চাই না; আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছবার সময় আছে, পৌঁছে অনেকক্ষণ বসে অপেক্ষা করবার অবসর আছে। জীবনের বিবিধ অত্যাশ্চর্য সফলতার উত্তেজনা অন্য সবাই এসে বহন করুক: আমি প্রয়োজন বোধ করিনা: আমি এক গভীরভাবে অচল মানুষ অনেক দিন পর লিখতে বসলাম। আসলে লিখতে বসেছি বললে ভুল হবে। সামুতে আসা হয় না,বহুদিন। গত কয়দিন ধরেই আবার সামুর অলিগলিতে হাঁটাহাঁটি করছি।

আজকের পোষ্টটা দিচ্ছি টিনটিন ভাইয়ের কথা শুনে। কিছুটা নয়, বরং অনেক খানি দুঃসাহস দেখাচ্ছি। আগেই তাই সকল ফটোগ্রাফার ও সামুর সম্মানিত পাঠককুলের কাছে মাফ চেয়ে নিচ্ছি। ভালো খারাপ এর বিচার আপনাদের উপরেই রাখলাম। ক্যাপশনঃ অন্তহীন অপেক্ষা ক্যাপশনঃ ঝিলের জলে শাপলার হাসি(যদিও পাতার আধিপত্তই বেশি ) ক্যাপশনঃ গন্তব্য অজানা আমার বাড়িতে কষ্ট করে আসার জন্য, আর এই আব যাব ছবি দেখে চোখ নষ্ট করার জন্য ফুলের শুভেচ্ছা (এইটাও কিন্তু আমি তুলছি ) অঃ টঃ দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.