আমাদের কথা খুঁজে নিন

   

একটি স্বপ্নকে বাঁচিয়ে তুলি একসঙ্গে...

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর চট্টগ্রাম সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র মিলি। আর দশজন শিক্ষার্থীর মতোই নিয়মিত ক্লাস, পরীক্ষা আর বন্ধুদের সঙ্গে মেতে থাকত প্রাণোচ্ছল আড্ডায়। পড়ালেখায় অত্যন্ত মনোযোগী মিলির ছোটবেলা থেকে স্বপ্ন ছিল বড় হওয়ার। মা-বাবা আর চার বোনের মাঝে মিলি তৃতীয়। বড় বোনের বিয়ে হয়ে গেছে।

বাকি তিন বোনের পড়ালেখার খরচ জোগাতে হাড়ভাঙা পরিশ্রম করতে হয় পরিবারের একমাত্র উপার্জনক্ষম দরিদ্র বাবাকে। তাই মিলির একান্ত ইচ্ছা, অনার্স শেষ করে এমবিএ অথবা এমবিএম করা। এরপর একটা সম্মানজনক চাকরি করে মা-বাবার মুখে হাসি ফোটানো। ব্যাংক জব ছিল সবচেয়ে পছন্দের। মনে একান্ত ইচ্ছা, ছেলে সন্তান নেই বাবা-মার এই দুঃখ ভুলিয়ে দেয়া।

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে হঠাত্ এই স্বপ্ন ফিকে হতে শুরু করেছে তার। মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে সে মৃত্যুর সঙ্গে লড়ছে। জরুরি ভিত্তিতে উন্নত চিকিত্সার জন্য ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিত্সকরা। কিন্তু মিলির মা-বাবার পক্ষে এই ব্যয়বহুল চিকিত্সা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। মিলির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে।

চিকিত্সার পেছনে এরই মধ্যে অনেক টাকা খরচ করেছে তার মা-বাবা। চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানালা এলাকায় তাদের বাড়ি। চিকিত্সার টাকা জোগাড় করতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পিতা আবুল কালাম আজাদ চৌধুরী। মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের পক্ষ থেকে একটি চিকিত্সা তহবিল গঠন করা হয়েছে। এ অবস্থায় মিলির চিকিত্সার জন্য সব হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার মা-বাবা ও শুভাকাঙ্ক্ষীরা।

আসুন ২১ বছরের তারুণ্যের প্রাণ প্রাচুর্যকে ফিরিয়ে দিতে পাশে দাঁড়াই মিলির। ফিরিয়ে দিই তার বাবা-মা ও পরিবারের মুখের হাসি। [b]মৃত্যুর পথযাত্রী মিলির চিকিত্সায় সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে : [/b] => মিরসরাই অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম, হিসাব নং ০২০২৪৪১৫। ইসলামী ব্যাংক বাংলাদেশ লি., সিডিএ এভিনিউ শাখা, চট্টগ্রাম, অথবা => শারমীন নাহার চৌধুরী, হিসাব নং- ০০৪১০২০২৯৫৫০৪, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, স্টেশন রোড শাখা, চট্টগ্রাম। *প্রয়োজনে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে ০১৮১৯৩১৪৮৪১, ০১৮১২৭৫৩৯১৫ ও ০১৯১৬৬১৬৪২৪ *মুল লেখক নাজমুস সাকিবের অনুমতিক্রমে শেয়ার দেয়া হল  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.