আমাদের কথা খুঁজে নিন

   

মাইক্রোসফট এক্সেল: গড়

আমার কথা একটি কাজের সূত্র দেখে নিন: গড় নিশ্চয় বের করতে পারেন। ধরুন, ৫ টি সেল নিয়ে কাজ করছেন। কোন একটি সেলে ভ্যালু হিসাবে ০ (শূন্য) আছে। [০ (শূন্য) আর কোন কিছু না থাকা এক নয়। ] অন্য প্রতিটি সেলের ভ্যালু যদি ২ হয় তবে গড় হবে ১.৬।

কিন্তু যদি ০ মুছে দেন এবং ৫ টি সেলই গড়ের আওতায় রাখেন তবে গড় হবে ২। এক্সেল খালি সেলকে গড়ের আওতায় ধরে না। কিন্তু আপনি যদি এমন চান যে যে সেলগুলোতে ০ (শূন্য) আছে তা আপনি মুছবেন না আবার তা সূত্রে প্রভাব ফেলবে না তাহলে কিভাবে গড় বের করবেন? কারণ অনেক সময় শূন্য মুছে ফেললে অন্য সূত্রগুলোতে সমস্যা হয়। এটা অনেকটা জটিল প্রক্রিয়া। এর অনেকগুলো কঠিন কঠিন সূত্র আছে।

সম্ভবত সবচেয়ে কার্যকর এবং সহজ পদ্ধতি হলো নিচেরটি। দেখুন তাহলে চিত্র সহকারে... এই সূত্রটি অন্য স্বাভাবিক সূত্রের মতো এন্টার চাপলে কাজ করবে না। দ্বিতীয় বন্ধনী ছাড়া বাকী অংশগুলো লিখুন তারপর (কন্ট্রোল+শিফট+এন্টার) চাপুন। দ্বিতীয় বন্ধনী যুক্ত হয়ে সূত্র কাজ করবে। কাজ না করলে আমাকে জানান।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.