আমাদের কথা খুঁজে নিন

   

নারায়ণগঞ্জ থেকে শিক্ষা না নিলে হয়তো প্রধানমন্ত্রীকেও হিজরত করতে হতে পারে কোন একদিন।

http://www.facebook.com/Kobitar.Khata আমাদের রাষ্ট্রের কর্তাগুলো প্রায় সবাই একরকম। তারা এমন কাজগুলো করতে পছন্দ করে যেগুলো জনগন চায় না। বিশেষ করে এই সরকার এদিক দিয়ে একডিগ্রী এগিয়ে। জনগন ঠিক যে কাজটি পছন্দ করেনা তারা ঠিক সেই কাজটিই করতে পছন্দ করে। কয়েকটি উদাহরন দিচ্ছিঃ ১. যেমন সাধারণ মানুষ সালমান এফ রহমানের বিচার চায় আর আমাদের রাষ্ট্র তাকে ডিএসসির সভাপতি করে জনগনের সাথে তামাশা করে।

২. জনগন চায় মেট্রোরেল হবে বিজয় স্মরনী দিয়ে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বিমান বাহিনীর সাথে সুর মিলায়। তিনি খামার বাড়ি দিয়ে করবেন। ৩. জনগন আবুল হোসেনের মতো মন্ত্রী চায় না কিন্তু প্রধানমন্ত্রী আবুল হোসেনের পক্ষে সাফাই গান। এমন অসংখ্য উদাহরণ আছে। সর্বশেষ উদাহরণ নারায়ণগেঞ্জর মেয়র নির্বাচন।

জনগন আইভিকে চায় কিন্তু সরকার প্রধান চান শামীমকে। ভাগ্য ভাল যে দুজনই প্রার্থীতা ধরে রেখেছিল। আর এ কারণে জনগন সরকারকে দেখিয়ে দিতে পেরেছে সরকারের মনোভাবের সাথে জনগনের মনোভাবের কত বেশী প্রার্থক্য। সরকার পক্ষ নিয়েছিল সন্ত্রাসীর, জনগন পক্ষ নিয়েছিল ভাল মানুষের। শেষ পর্যন্ত ভাল মানুষের জয় হয়েছে, জনগনের জয় হয়েছে।

আমি মোটেই আশা করছি না এ থেকে শেখ হাসিনা কোন শিক্ষা নেবে। কারন যার শিক্ষা হয় না এক কালে তার হয় না কোন কালে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.